টুডে ব্লগের একি হালত !

লিখেছেন লিখেছেন আলোর দিশা ১১ মার্চ, ২০২৩, ১১:২৬:০৮ সকাল

আপনাদের ব্লগ (টুডে ব্লগ) এ লেখালেখি নেই,লোকজন নেই ! ঘটনা কী ? আমার আইডিটি অনেকদিন আগের। আইডি লগইন হয়, কিন্তু সব অপশন আসে না এবং আমার সব পোস্টও দেখতে পারছি না।

আপনাদের ব্লগে কী কোনো অচলাবস্থা চলছে ? অন্ততঃ একটা পোস্ট দিয়ে জানাতে পারেন। একসময় অনেক একটিভ ছিলাম ব্লগে। পুনরায় আবার ব্লগে ফিরে আসার কথা চিন্তা করছি।

বিষয়: বিবিধ

৭১৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386899
১১ এপ্রিল ২০২৩ সকাল ১০:১১
টাংসু ফকীর লিখেছেন : আমি এই ব্লগটি চালাতে চাই। আমার ফোন নম্বর 646-525-5773 নিউইয়র্ক। আমাকে নিয়মাবলী জানানোর জন্য অনুরোধ করছি।
386901
২৬ এপ্রিল ২০২৩ বিকাল ০৪:৩৪
মাজহারুল ইসলাম টিটু লিখেছেন : বিটিআরসি বাংলাদেশে ডোমেইন ব্লক করে দেয় কয়েক দিন পর পর সেজন্য দেশ থেকে কেউ চালানোর আগ্রহ পায় না। আর বর্তমানে ফেসবুকের জন্য এখানে তেমন কেউই সময় দেয় না। যদিও প্রবাস থেকে এখনো অনেকেই এক্টিভ থাকে।

দেশ থেকে newsbybd.net এই সাইট থেকে লগইন করেছি হয়তো কয়েক দিনের মধ্যে এইটাও ব্লক করে দিবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File