সাভার ট্রাজেডি ও জরুরী কিছু কথা

লিখেছেন লিখেছেন মাহফুজুর রহমান ১১০৩ ২৫ এপ্রিল, ২০১৩, ১০:৫৫:১৯ সকাল

১। মাইনাস (v-) গ্রুপের রক্ত প্রয়োজন। প্লাস গ্রুপের রক্ত সংগ্রহের পরিমান বেশী হয়ে যাওয়াতে হাসপাতালগুলো আর প্লাস গ্রুপের রক্ত নিচ্ছেনা। তাই যাদের রক্তের গ্রুপ মাইনাস সিরিয়ালে আছে তাদের অনুরোধ করছি রক্ত দেয়ার জন্য।

২. দেয়াল কাটা সম্ভব হচ্ছেনা wall cutter অভাবে। কাল থেকেই হাতুরী দিয়ে এবং ড্রিল মেশিন দিয়ে ওয়াল ভাঙ্গার কাজ চলছে। ফলে যেমনি সময় বেশী লাগছে তেমনি ঝুকিও বাড়ছে। তাই দেশের বড় বড় ব্যবসায়ীদের অনুরোধ করছি উদ্ধারকারীদের wall cutter এবং ড্রিল কাটার দিয়ে সহায়তা করার জন্য।

৩. কাল রাতে লাইটের অভাবে কাজ ঠিকমত কাজ করতে পারেনি উদ্ধারকারীরা। তাই দেশের বড় বড় লাইটিং হাউজগুলোকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।

বিষয়: বিবিধ

১২৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File