মত প্রকাশের স্বাধীনতা ও আমরা

লিখেছেন লিখেছেন মাহফুজুর রহমান ১১০৩ ১১ এপ্রিল, ২০১৩, ০৬:৫৬:২১ সন্ধ্যা

রবীন্দ্রনাথ লিখেছিলেন,

"অন্যায় যে করে আর অন্যায় যে সহে

তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে''

বিশ্বকবি এখন বাচিয়া থাকিলে নিশ্চয় লিখতেন,

"অন্যায় যে করে আর অন্যায় যে প্রকাশ করে

তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে"

শুধু বাংলাদেশেই নয় এই নীতি আজ সমগ্র বিশ্বব্যাপী। উইকিলিকস প্রতিষ্ঠাতা আজ বিদেশী দূতাবাসে স্বেচ্ছা কারাগারে। মুক্ত চিন্তা আর গণতন্ত্রের নানে সাম্রাজ্যবাদী পশ্চিমা শক্তির ভন্ডামি প্রকাশ করে দেয়াতেই এই ফল ভোগ করতে হচ্ছে তাকে। পশ্চিমাদের পদলেহনকারী আমারদেশের সরকারও কোন অংশে কম যাননা। পশ্চিমা দুনিয়া থেকে আমরা মোটেও কোন অংশে পিছিয়ে নেই বরং একধাপ এগিয়েই আছি। পশ্চিমা দুনিয়ায় রাসূল(সঃ)কে কটাক্ষ করে নির্মিত "ইনোসেন্স অব মুসলিম" এর প্রকাশের পর বিশ্বব্যাপী মুসলিমদের বিক্ষোভের মুখে মার্কিণ সরকার মত প্রকাশের স্বাধীনতার যুক্তি দেখালেও তার নির্মাতাকে গ্রেফতার করে অন্য ধর্মের মর্যাদার প্রতি শ্রদ্ধা জানিয়েছে। আর আমাদের সরকার ''নূরানি চাপা''র লেখককে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ঘোষণা করে এবং অবশেষে নূরানী চাপাকে জনসম্মুখে প্রকাশ করে দিয়ে মুসলমানদের সচেতন করার দায়ে মাহমুদুর রহমানকে গ্রেফতারের মাধ্যমে প্রমান করলেন আমরা অনেকদূর এগিয়ে গেছি। শেখ হাসিনার ডিজিটাল(পোশাকের ক্ষেত্রে) বাংলাদেশ, শাহরিয়ার কবির, জাফর ইকবাল, তছলিমা নাছরিনদের ইসলামমুক্ত বাংলাদেশ আর বেশী দূরে নয়।

বিষয়: বিবিধ

১০৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File