CRISIS OVER CRISIS IN SAVAড়
লিখেছেন লিখেছেন মাহফুজুর রহমান ১১০৩ ২৫ এপ্রিল, ২০১৩, ০৯:২৬:২১ সকাল
ভারে সঙ্কটের মাঝে সঙ্কট
ঘুরে এলাম রানা প্লাজা যেখানে একমুহুর্ত বাচার আর্তনাদে আকাশ বাতাস। গিয়েছিলাম রক্ত দিতে কিন্তু দিতে পারিনি সিআরপি কর্তৃপক্ষ রাখেনি তাদের সংরক্ষণ ক্ষমতা নেই বিধায়। এই অঞ্চলে বড় হাসপাতাল বলতে এনাম মেডিকেল। এই একটি মাত্র হাসপাতালে সেবা দিতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। তাছাড়া একটি হসপিটালের স্টাফদের পক্ষে আহত মানুষদের স্থায়ী সেবা দেয়া সম্ভব নয়। তাই ঢাকা থেকে কোন বড় হসপিটালের অস্থায়ী ক্যাম্প করা জরুরী। সেক্ষেত্রে সাভারের পাশেই জা বি খেলার মাঠে করা যেতে পারে এই অস্থায়ী ক্যাম্প।
রক্তের ক্ষেত্রে পজিটিভ(+) গ্রুপের রক্ত অনেক জমা হয়ে গেছে। কিন্তু নেগেটিভ গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছেনা। তাই নেগেটিভ গ্রুপের রক্ত দরকার জরুরী ভিত্তিতে।
তাছাড়া আধুনিক সরঞ্জাম না আসাতে এখনো উদ্ধার কাজ ধীর গতিতে চলছে। তাই সর্ব সাধারনের পক্ষ থেকে সরকারকে তাগিদ দেয়া প্রয়োজন।
বিষয়: বিবিধ
১২৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন