প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আগে থেকেই সচেতন ছিলাম। আমরা জানতাম বলে সব লোক সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু মূল্যবান জিনিস সরিয়ে নিতে সকালে লোকজন সেখানে গিয়েছিল। তারাই দুর্ঘটনার শিকার হয়েছেন।’ তাহলে এটো লোক কেনো মারা গেলো।
লিখেছেন লিখেছেন আহবান ২৫ এপ্রিল, ২০১৩, ০৯:২৫:২০ সকাল
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আগে থেকেই সচেতন ছিলাম। আমরা জানতাম বলে সব লোক সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু মূল্যবান জিনিস সরিয়ে নিতে সকালে লোকজন সেখানে গিয়েছিল। তারাই দুর্ঘটনার শিকার হয়েছেন।’ তাহলে এটো লোক কেনো মারা গেলো। Garments মালিক যুবোলিগ নেতা রানা কেনো forcefully গারমেনটস open করলো।
ডাইনি হাসিনা আর কটো তামাশা কারবে ? আর কটো Blood খাবে ??
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন