হুজুর আহমদ শফী আগামীকালের হরতাল স্থগিত করেছেন।

লিখেছেন লিখেছেন রায়হানমোসি ১৪ ডিসেম্বর, ২০১৩, ১১:২৫:০২ সকাল

হুজুর যে অজুহাত দিয়েছেন তা কোন অজুহাতের মাপকাঠিতে পড়ে না। দেশে যেভাবে হত্যা খুন যখম বেড়েছে তাতে নাকি গণতান্ত্রিক উপায়ে দাবী আদায়ের পরিবেশ নেই। তাই তিনি হরতাল স্থগিত করেছেন।

শুধু একটা কথা বলতে চাই, কাপুরুষরা বেশিদিন মুসলমান থাকতে পারে না।

আর ইসলাম প্রতিষ্ঠা একটা ধারাবাহিক প্রক্রিয়া, একদিন সমাবেশ করে ইসলাম প্রতিষ্ঠা করা যায়না।

ইসলাম প্রতিষ্ঠার নিয়ম বিধি রাসূলে আকরাম স: থেকে শিখুন। এবং নবীজী স: এর তরিকামত আজ আপনাদের চোখের সামনে জামাতে ইসলামকে দেখুন। জীবন মৃত্যুর পরোয়া না করে ইসলামী ব্যক্তিত্ব এবং এদেশে মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য তারা তাগুতি অপশক্তির বিরুদ্ধে কিভাবে লড়ছে।

ছি: এত দুর্বল মন নিয়ে ইসলাম ধংসের প্রাক্কালে কিভাবে চুপ থাকেন আপনারা? আবার নিজেদেরকে মুসলমান, মুফতি মওলানা পরিচয় দেন!

বিষয়: বিবিধ

৩১১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File