আমরা যে দলকে সমর্থন করি না কেন কারো মৃত্যুতে যেন আনন্দ-উল্লাস না করি

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৪ ডিসেম্বর, ২০১৩, ১১:৪৫:৪১ সকাল



শহীদ আবদুল কাদের মোল্লাকে হত্যা করার কিছুক্ষণ পর বাংলাদেশ থেকে একটি এসমএস পাই। Vai, Congratulations. Joy Bangla.Joy Bangobondhu. জামায়াত-শিবিরের কর্মীরা যেমন মাজারপুজারীদেরকে পছন্দ করে না। মাজারপন্থীরাও জামায়াত-শিবিরকে পছন্দ করে না। তাই শহীদ আবদুল কাদের মোল্লার মৃত্যুতে খুশী হয়ে এক ব্যক্তি আমাকে উপরোক্ত এসএমএস পাঠায়। কোন মুসলমানের মৃত্যুতে সে যতই ভাল বা খারাপ হোক না কেন কেউ আনন্দ-উল্লাস করতে পারে না। যারা এই আনন্দ-উল্লাস করে তারা মুসলমান নামের কলন্ক। একদিন তাদেরকে ও মরতে হবে। করবে যেতে হবে। এই আনন্দ-উল্লাসের জবাব দিতে হবে। আমার/আপনার দৃষ্টিতে কেউ খারাপ হতে পারে হয়ত আল্লাহ তায়ালার দৃষ্টিতে সে ভাল হতে পারে। কারণ আল্লাহই ক্ষমাশীল ও দয়াবান। তাই আসুন আমরা যে দলকে সমর্থন করি না কেন কারো মৃত্যুতে যেন আনন্দ-উল্লাস না করি।



বিষয়: বিবিধ

১৪৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File