নির্বাচনে ধর্মের অপব্যবহার রোধ করার উপায়।

লিখেছেন লিখেছেন রায়হানমোসি ০৯ জুলাই, ২০১৩, ০৯:৩৪:৪৩ রাত

নির্বাচনে ধর্মের অপব্যবহার রোধ করা প্রয়োজন। কিন্তু কিভাবে তা সম্ভব!

পন্থা হলো:

ক. যে ব্যক্তি ইসলামের সর্বজনীন বিধান মানেনা, বিধান মানাকে পশ্চাদপদতা বলে বিশ্বাস করে এবং নিজে কখনো আল্লাহর বিধান মোতাবেক কোন বিষয়েই ফয়সালা করে না বা নিজে, নিজের পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইসলামী বিধানকে প্রতিষ্ঠা করতে পছন্দ করে না অথচ ভোট চাওয়ার সময় ইসলামের দোহাই দেয়, নিজেকে মুসলিম হিসেবে দাবী করে আসলে তিনিই ধর্মের অপব্যবহার করছেন বলে প্রতীয়মান হয়। মানুষ হিসেবে তিনি নিজেকে মুসলিম পরিচয় দিয়ে থাকেন, মুসলিম নাম রাখেন, কথায় কথায় বিসমিল্লাহ, ইনশাআল্লাহ, স্লামুআলইকুম ইত্যাদি ইসলামী পরিভাষা ব্যবহার করে থাকেন কিন্তু ভাষণে, লেখায় এবং জীবনাচরণে ইসলামের বিপরীত মতামত বা মতবাদ পেশ করেন তিনি অবশ্যই একজন ভন্ড প্রতারক ভাওতাবাজ মুসলমান। নির্বাচনে এরাই ধর্মের অপব্যবহার করছে। এই সমস্ত ভন্ডদের কারণে পৃথিবী ব্যাপী ইসলামের দুর্নাম হচ্ছে। এদের কঠোর শাস্তি হওয়া উচিত।

খ. যে ব্যক্তি মুসলিম নামে পরিচিত এবং নিজের জীবনে ইসলামের বিধান মেনে চলেন, নিজের পরিবারকে ইসলামের বিধান মেনে চলাতে সাহায্য করেন, সমাজ, অফিস, রাষ্ট্রে ইসলামী বিধান প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত এবং তার সম্ভাষণ এবং সকল আদব-কায়দায় ইসলামী পরিভাষাকে প্রাধান্য দেন তিনি নি:সন্দেহে ভন্ড বা প্রতারক নন। ধর্মের সঠিক ব্যবহারই তিনি করে থাকেন। নির্বাচনের সময় গায়ের জোরে কোনভাবেই বলা যাবে না তিনি ধর্মের অপব্যবহার করছেন। তিনি

শ্রদ্ধা ও ভক্তি ভালবাসা পাবার দাবীদার।

বিষয়: বিবিধ

৯৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File