ছুটি উপাখ্যান
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ০৯ জুলাই, ২০১৩, ০৯:৩৫:০৭ রাত
- আসসালামু ‘আলাইকুম !
-: ওয়ালাইকুমুস সালাম ।
- স্যার, ৩ দিনের ছুটি লাগবে ।
-: কেন ?
- নানা বাড়ি বেড়াতে যাব ।
-: আপনার নানা বাড়ি কোথায় ?
- 'অমুক' যায়গায় ।
-: আপনি কি জানেন, ঐ যায়গায় যে আমার বাড়ি ? আর, আমি প্রতিদিন ওখান থেকে অফিসে আসা-যাওয়া করি ।
- জ্বী, জানি ।
-: তাহলে, ওখানে যেতে ৩ দিনের ছুটি কেন ?
- স্যার, আমি ১০ বছর ধরে নানা বাড়ি যাই না !
-: কি বলেন ! আপনার বাসা কই ?
- বাড্ডা ।
-: তাহলে, এত কাছে থেকেও ১০ বছর ধরে যান না, মানে কি !?
- আসলে সময় পাই না তো, তাই !
-: হুম, তো, এত বছর পর এখন কি মনে করে !
- নানু অনেক করে যেতে বলেছে, তাই…
-: আচ্ছা, ঠিক আছে, যান । ১০ বছর পরে যাচ্ছেন, ভালো করে বেড়িয়ে আসবেন, কেমন !
- জ্বী, স্যার । আসসালামু ‘আলাইকুম !
-: ওয়ালাইকুমুস সালাম ।
[ পুনচ্চঃ আমি প্রতিদিন অফিসে আসা-যাওয়া করতে প্রায় ৫ ঘন্টা সময় ব্যায় করি (ট্র্যাফিক জ্যামের কারনে) । তবে চেষ্টা করি, সময়গুলোকে গঠনমূলক কাজে লাগানোর জন্য । যেমনঃ পত্রিকা পড়া, কবিতা লেখা, ইসলালিক লেকচার শুনা, ইসলামিক সংগীত শুনা, মোবাইলে অনলাইন ইসলামিক রেডিও শুনা (IRB24.net, Ummah Radio, Islamic channel, Islam2Day Radio ইত্যাদি - via TuneIn Radio Pro Apps) এবং সুযোগ পেলে কিছু সময় ঘুমিয়ে নেয়া ! :P ]
বিষয়: বিবিধ
১৩৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন