আর টি ভির বিরুদ্ধে জনতার আদালতে মামলা করলাম

লিখেছেন লিখেছেন রায়হানমোসি ১২ মে, ২০১৩, ০৩:১৫:০৯ দুপুর

আর টি ভি ইসলামী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে তথ্য বিকৃত করছে। তারা খবর দিচ্ছে মওলানা এ কে এম ইউসূফ নাকি ৭১-এ রাজাকার বাহিনীর স্রষ্টা ছিলেন। অথচ এটা যে কতবড় মিথ্যা তা শিক্ষিত জনগণ জানে। সত্য ইতিহাস হলো পাকিস্তান সরকারের একটা বাহিনী ছিল তার নাম ছিল আনসার বাহিনী। পাকিস্তান সরকারই ৭১-এ সেই নাম পরিবর্তন করে রাজাকার বাহিনী রাখে। সেটা ছিল তৎকালীন পাকিন্তান সরকারের সরকারী বাহিনী। মওলানা এ কে এম ইউসূফ রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা ছিলেন এতবড় মিথ্যাচার আর টি ভি কেন করছে তার বিচারের ভার জনতার আদালতে পেশ করলাম।

বিষয়: বিবিধ

১৮৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File