আমাদের চোখে নয় আদালতের চোখে এরা নির্দোষ

লিখেছেন লিখেছেন মিশন ১২ মে, ২০১৩, ০৩:২৯:০৯ দুপুর





আপনি কি ইসলামকে পচাতে পারেন তাহলে আপনি হচ্ছেন প্রিয় ব্লগার আর যদি ইসলামের পক্ষে সাফাই গেয়ে যান তাহলে আপনিই হচ্ছেন সবচেয়ে দাগী সন্ত্রাসী। যারা আইনের নামে দালালী করছে তারা কি ইসলাম বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখেন অবশ্যই রাখেন না যদি রাখতেন তাহলে এরকমটি করতে পারতেন বলে মনে হয় না।

অবশেষে ব্লগার রাসেল পারভেজ ও সুব্রত অধিকারী শুভকে জামিন দিয়েছেন আদালত। তবে আটক চার ব্লগারের মধ্যে আসিফ মহিউদ্দিনের জামিন আবেদন না মঞ্জুর করা হয়েছে এবং অপর ব্লগার মশিউর রহমান বিপ্লবের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেননি আদালত।

রোববার দুপুরে মহানগর দায়রা জজ আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

ধর্ম অবমাননার অভিযোগে গত ১ এপ্রিল ভোররাতে মশিউর রহমান বিপ্লব, রাসেল পারভেজ ও সুব্রত অধিকারী শুভকে রাজধানীর পলাশী, ইন্দিরা রোড ও মনিপুরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। এছাড়া আসিফ মহিউদ্দিনকে গত ৩ এপ্রিল সকালে সেগুনবাগিচার তার বোনের বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর মধ্যে তারা রিমান্ডেও ছিলেন সাতদিন করে।

পুলিশ আদালতে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করে, মশিউর রহমান বিপ্লব ফেসবুকে ‘আল্লামা শয়তান’, সামহোয়ারইন ব্লগে ‘শয়তান’, নাগরিক ব্লগে শয়তান এবং আমার ব্লগে ‘নেমেসিস’ ছদ্মনামে লিখতেন। রাসেল পারভেজ আমার ব্লগে ‘রাসেল পারভেজ’, সামহোয়ারইন ব্লগে ‘রাসেল’ এবং ‘অপবাক’ ছদ্মনামে লিখতেন। সুব্রত শুভ সামহোয়ারইন ব্লগে ‘সাদা মুখোশ’, আমার ব্লগে ‘সুব্রত শুভ’, নাগরিক ব্লগে ‘আজাদ’, ইস্টেশন ব্লগে ‘লাল কসাই’ ছদ্মনামে লিখতেন।

আসামিরা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ইসলাম ও মহানবীসহ (সা.) অন্যান্য ধর্ম সম্পর্কে কটূক্তি, ব্যঙ্গচিত্র ও অশালীন বক্তব্য প্রচার করে জনগণের ধর্মীয় অনুভূতিতে প্রচণ্ড আঘাত করে আসছেন।

অবশেষে ব্লগার রাসেল পারভেজ ও সুব্রত অধিকারী শুভকে জামিন দিয়েছেন আদালত। তবে আটক চার ব্লগারের মধ্যে আসিফ মহিউদ্দিনের জামিন আবেদন না মঞ্জুর করা হয়েছে এবং অপর ব্লগার মশিউর রহমান বিপ্লবের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেননি আদালত।

রোববার দুপুরে মহানগর দায়রা জজ আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

ধর্ম অবমাননার অভিযোগে গত ১ এপ্রিল ভোররাতে মশিউর রহমান বিপ্লব, রাসেল পারভেজ ও সুব্রত অধিকারী শুভকে রাজধানীর পলাশী, ইন্দিরা রোড ও মনিপুরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। এছাড়া আসিফ মহিউদ্দিনকে গত ৩ এপ্রিল সকালে সেগুনবাগিচার তার বোনের বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর মধ্যে তারা রিমান্ডেও ছিলেন সাতদিন করে।

পুলিশ আদালতে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করে, মশিউর রহমান বিপ্লব ফেসবুকে ‘আল্লামা শয়তান’, সামহোয়ারইন ব্লগে ‘শয়তান’, নাগরিক ব্লগে শয়তান এবং আমার ব্লগে ‘নেমেসিস’ ছদ্মনামে লিখতেন। রাসেল পারভেজ আমার ব্লগে ‘রাসেল পারভেজ’, সামহোয়ারইন ব্লগে ‘রাসেল’ এবং ‘অপবাক’ ছদ্মনামে লিখতেন। সুব্রত শুভ সামহোয়ারইন ব্লগে ‘সাদা মুখোশ’, আমার ব্লগে ‘সুব্রত শুভ’, নাগরিক ব্লগে ‘আজাদ’, ইস্টেশন ব্লগে ‘লাল কসাই’ ছদ্মনামে লিখতেন।

আসামিরা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ইসলাম ও মহানবীসহ (সা.) অন্যান্য ধর্ম সম্পর্কে কটূক্তি, ব্যঙ্গচিত্র ও অশালীন বক্তব্য প্রচার করে জনগণের ধর্মীয় অনুভূতিতে প্রচণ্ড আঘাত করে আসছেন।

আল্লাহ এদেশের জালিমদের ও ইসলাম বিরোধী কুলাঙ্গারদের হেদায়ত দিয়ে দিন অথবা তাদের সমূলে ধ্বংস করে দিন।

বিষয়: বিবিধ

১৬২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File