এমন বিজয় আমরা চেয়েছিলাম তাই না
লিখেছেন লিখেছেন মিশন ১৬ ডিসেম্বর, ২০১৩, ১১:৩৫:৫৭ সকাল
সকালে ঘুম থেকে উঠে একটা সুন্দর সংবাদ শুনলাম। সংবাদটি শুনে মনে মনে ব্যথীত হলাম। আর তখনি মনে হল যেন স্বাধীনতার ৪২ বছর পরে আমরা প্রকৃত সেই সোনার হরিণটিকে আপন করে কাছে পেয়েছি। কিন্তু বাস্তব প্রেক্ষাপটের দিকে একটু দৃষ্টিপাত করলে সে বিষয়ে কিছু না কিছু হলেও নিজেদের মনের জানালা খুলে যাবে। আপনারা যারা স্বাধীনতা স্বাধীনতা করে ঝড় তুলেছেন ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে তা নিত্নাতই আবেগ মাত্র। কেন এই আবেগ কেন, এত সব হত্যাকান্ড সবকিছুর মূলে যে বিষয়টি কাজ করে তা হল ক্ষমতা। ক্ষমতায় যদি থাকতেই হয় তবে কিসের গনতন্ত্রের দোহাই দিয়ে প্রতিনিয়ত হত্যা করে চলেছেন অসংখ্য মানুষকে। গনতন্ত্রের কথা বলে জনগনকে আর ধোকা না দিয়ে সাহস থাকলে নিজেকে স্বৈরাচার হিসেবে প্রকাশ করে আমৃত্যু পর্যন্ত নিজেকে দেশের প্রধান থেকে যান। যখন কথা বলেন তখন তো বেশ সুরালোভাবে বলেন যে আমি প্রধানমন্ত্রীত্ব চাই না দেশের মানুষের শান্তি চাই। কিন্তু এখন কি দেখছি শান্তির বদলে শুধু অশান্তি। শান্তি একমাত্র ইসলাম ধর্মে তাছাড়া আমরা শান্তির জন্য যতই লাফালাফি আর ফালাফালি করি না কেন অন্য কোনভাবে শান্তি আসবে না। তাই সকলের কাছে আমার বিনীতভাবে অনুরোধ সকল পচা মতাদর্শের উর্ধ্বে থেকে ইসলামী খিলাফা রাষ্ট্রের জন্য কাজ করে যাই। আল্লাহতালা আমাদের সকলকে কবুল করে নেন।
বিষয়: বিবিধ
১২১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন