হেফাজতের ও গণজাগরণের শিশু-কিশোর।
লিখেছেন লিখেছেন রায়হানমোসি ০৯ মে, ২০১৩, ০৭:৩৬:৩০ সন্ধ্যা
শাহবাগে বহু শিশু-কিশোর দেখা গেছে। স্কুল থেকেও জোর করে শিশু-কিশোরদের আনা হয়েছিল দিনের পর দিন। তাদেরকে শিখানো হয়েছিল ফাঁসী চাই। ফাঁসীর খেলা খেলতে গিয়ে এক কিশোর মারা গিয়েছিল সে খবরও পত্রিকায় এসছে। টিভি পর্দায় যারা বিকৃত চিন্তার বুদ্ধিজীবি তারা তখন তেমনভাবে তার সমালোচনা করেনি। বরং শ্যামল গুপ্তের মত জামাত-শিবির বিরোধী বলেছিল সেটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। ফাঁসী চাই-এর মত একটা শব্দ কোমলমতি শিশুদেরকে শিখিয়ে তাদের মন-মস্তিস্কে বিষ ঢেলে দেয়া হয়েছে। অথচ হেফাজতের আনা শিশু কিশোরদের নিয়ে বিরুপ সমালোচনা করছেন স্বয়ং প্রধান মন্ত্রীও। ইসলাম বিরোধী বুদ্ধিজীবিদের তো মুখে ফেনা উঠে যাচ্ছে।
হেফাজতে ইসলাম শিশু-কিশোরদের এনেছিল, তাদেরকে নিয়ে আল্লাহর জিকির করেছে, এবং কল্যাণের পক্ষ হয়ে যাতে বড় হয়ে লড়তে পারে তার একটা আবহাওয়া তাদের মনে ঢুকিয়েছে। এরাই হবে আগামীর বীর সেনানী। সাহসী আর বীর করে শিশুদের গড়তে গেলে তাদের শেখাতে হয় ন্যায় বিচার এবং আল্লাহর প্রতি অবিচল একনিষ্ঠ বিশ্বাস। শাহবাগের শিশুদের শেখানো হয়েছে বিচারের নামে মানুষ হত্যা করা, তাই শাহবাগের শিশুরা হবে বিচারের নামে খুনের নেশায় নেশায় মত্ত এক অসভ্য জানোয়ার।
বিষয়: বিবিধ
৮৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন