۩۞۩ দুই বন্ধূর কীর্তি ۩۞۩
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৯ মে, ২০১৩, ০৭:৩৪:৫১ সন্ধ্যা
দুই বন্ধুর কীর্তিঃ
দুই ব্যক্তি একটি সফরে যাত্রা করেছিল। পথিমধ্যে দুইজনই ক্ষুধার্ত হয়ে পড়েছিল। তখন তারা স্থির করলো তারা রান্না করবে।
একজন বললোঃ আমি বাজারে গিয়ে সওদা করে নিয়ে আসছি, ততক্ষণ জঙ্গল থেকে কিছু জ্বালানী কুড়িয়ে নিয়ে এস।
দ্বিতীয় জন বললোঃ দোস্ত তুমি জান না আমি এই বিরাট সফরের দ্বারা কতটা ক্লান্ত হয়ে পড়েছি। আমার পক্ষে এখন জ্বালানী কুড়ানো সম্ভব নয়।
প্রথম ব্যক্তি বেচারা নিজেই বাজার থেকে সওদা কিনে আনলো এবং নিজেই জঙ্গলে গিয়ে জ্বালানী কুড়িয়ে আসলো। এরপর সে বললোঃ এবার তুমি ভাই আগুন ধরাও, আমি চাউল গুলো ধুয়ে নিই।
দ্বিতীয় ব্যক্তি বললোঃ এতটা ধৈর্য কোথায়? আমার শরীর একেবারেই ভেঙ্গে পড়েছে।
প্রথম ব্যক্তি কাজ দুইটি একাই করলো। এরপর বললোঃ আমি তরকারী কেটে নিচ্ছি, তুমি বসে বসে ভাতের হাড়িতে আগুন দিতে থাক।
দ্বিতীয় ব্যক্তি বললোঃ বসে থাকা আমার পক্ষে মরণ। দীর্ঘ সফরে হেটে আমার পা দুইটা ব্যাথায় চুরমার হয়ে যাচ্ছে।
অতঃপর প্রথম ব্যক্তি ভাত-তরকারী সব একাই রান্না করে বললোঃ এসো ভাই খাবার খেয়ে নাও।
তখন সে বললোঃ অনেকক্ষন থেকে দোস্ত তোমার সব কথা অমান্য করে আসছি। আর কত অমান্য করা যায়? বার বার অমান্য করতে আমার লজ্বা লাগছে। দাও অন্ততঃ খাবারটা খেয়ে নিই।
===============================
আমাদের দেশের ১৮ দলের কর্মসূচীর অবস্থা ও এই দুই বন্ধুর মত। বিএনপি-জামাত মাঠে-ময়দানে থেকে কর্মসূচী পালন করলেও বাকীদের কোন অস্থিত্ব খুজে পাওয়া যায় না। তারা শুধুমাত্র জোটের গোল টেবিলে বসে কর্মসূচীকে সমর্থন দিয়ে আসছে। কিন্তু রাজপথে তাদেরকে দেখা যায় না। সরকার পতনের আন্দোলনে তাদেরকে দেখা না গেলে শুধু শুধু জোটে রেখে লাভ কি?
১৮ দলের কোন কর্মসূচীতে বিশেষ করে হরতালে একসাথে ১৮টি মিছিল হলে জনগনও তাদেরকে সমর্থন দিবে।
বিষয়: বিবিধ
১৯৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন