গন চাঁদাবাজি

লিখেছেন লিখেছেন মুক্তকথা ০৯ এপ্রিল, ২০১৪, ০৮:১৭:৩৫ সকাল

নিচের লিস্টে যেগুলা আছে সেগুলা মিথ্যা প্রমান হোক আমি চাই; তাই সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বক্তব্য আশা করছি। উল্লেখ্য এটা ২০১৩ এর জুলাই এর লিস্ট। আপডেটেড লিস্ট দেখলে অনেকের ব্রেইন স্ট্রোক হতে পারে তাই আপাতত দিলাম না।

গজামঞ্চের চাঁদাবাজির সংক্ষিপ্ত লিস্টঃ

১. এস পি মাহবুব থেকে ৪ লক্ষ টাকা বাপ্পাদিত্য বসুর সামনে লেনদেন

২. কানাডা থেকে জিয়াউল হক প্রবাসীদের ফান্ড লেনদেন বাপ্পাদিত্য বসুর পরিচিত।

৩. ইনসেপ্টা ৫ লক্ষ টাকা দিয়েছে নাছিরউদ্দিন ইউসূফ বাচ্চুর কাছে জানিয়েছেন ফরিদুর রেজা সাগর।

৪. বসুন্ধুরা গ্রুপ ২০ লক্ষ টাকা প্রদান করেছে ।

৫. রেনেটা ফার্মা (জামাতের) ৪ লক্ষ টাকা প্রদান করেছে।

৬. ল্যাবএইড ডা আর্সালনের মাধ্যমে ১০ লক্ষ টাকা প্রদান করেছে।

৭. ইস্পাহানি ১০ লক্ষ টাকা প্রদান করেছে।

৮. এফবিসিসিআই চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন হতে ৬০ লক্ষ টাকা।

৯. আবেদ খান ২.৫ লাখ টাকা ইমরান এইচ সরকারের হাতে প্রদান করেছে।

১০. হামীম গ্রুপ ২০ লক্ষ টাকা প্রদান করেছে।

১১. যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া থেকে থেকে আগত ফান্ড।

১২. হনিফ পরিবহন ১০ লক্ষ টাকা ইমরান এইচ সরকারকে ক্যাশ চেক।

১৩. অটবি ১০ লক্ষ টাকা এবং ফেব্রুয়ারী ৮ তারিখ পর্যন্ত খাবার প্রদান করেছে।

১৪. ৪.৬ লক্ষ টাকা প্রথম আলোর মাধ্যমে।

১৫. ফরিদুর রেজা সাগর ৬০ হাজার টাকা দিয়েছে সোমার মাধ্যমে ইমরানের কাছে ।

১৬. আওয়ামীলীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তোলা চাঁদা।

১৭. আওয়ামীলীগের অনেক এমপি-মন্ত্রী প্রচুর** টাকা দিয়েছে।

১৮. YPD এর মাধ্যমে প্রচুর টাকা সংগ্রহ করেছে কানিজ এ সুলতানা।

১৯. ৬ তারিখ গনজাগরন থেকে চাঁদা উঠেছে ৪৩ হাজার ।

২০. ৬ তারিখ কানিজ এ সুলতানার মাধ্যমে ১০ হাজার টাকা।

২১. দুইটি ল্যাপটপ দিয়েছে এক মেজর।

২২. বেস্টওয়ে গ্রুপ ৫ লক্ষ টাকা দিয়েছে।

২৩. ওয়াল্টন ইলিয়াস কাঞ্চনের মাধ্যমে ১০ লক্ষ টাকা প্রদান করেছে, রিসিভ করেছে নাছিরউদ্দিন ইউসূফ বাচ্চু।

২৪. সামিট গ্রুপ ২৫ লক্ষ টাকা ইমরান এইচ সরকারের কাছে প্রদান করেন সামিট গ্রপের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ খান

২৫. এ,টি,এন বাংলা থেকে জ ই মামুনের মাধ্যমে কানিজ এ সুলতানার হাতে দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা।

২৬. বায়ো ফার্মা ৫ লক্ষ টাকা প্রদান করেছে।

২৭. ইসলামী ব্যাংকের বর্ষপূর্তির অনুষ্ঠান পরিচালক আবদুন নূর তুষার ৭৫ হাজার টাকা।

২৮. এডভোকেট আনিসুল হক থেকে ১০ হাজার টাকা।

**আওয়ামী লীগের প্রায় ১৫০ এমপি, উপজেলা চেয়ারম্যান প্রত্যেকে গড়ে ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত দিয়েছে।

সূত্র: কট্টরপন্থি আ'লীগার(susanto das guptto)

বিষয়: বিবিধ

১০৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File