মজা পাইলাম
লিখেছেন লিখেছেন মুক্তকথা ২৪ জানুয়ারি, ২০১৪, ১০:০৪:১১ রাত
: এরশাদের প্রেমিকার
সংখ্যা গুনে শেষ করা অসম্ভব'
প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের
সভাপতি নুরে-আলম সিদ্দিকী বলেছেন,
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন
মুহম্মদ এরশাদের প্রেমিকার সংখ্যা কত,
তা হাতে গুনে শেষ করা অসম্ভব।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেস
ক্লাবে প্রাক্তন ছাত্রলীগ
ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে 'প্রত্যাশা ও
প্রাপ্তি' শীর্ষক আলোচনা সভায়
তিনি এ মন্তব্য করেন।
এরশাদের সমালোচনা করে নুরে-আলম
সিদ্দিকী বলেন, "সুযোগ পেয়ে কবি ও
প্রেমিক এরশাদ ইনসেনটিভ
কেয়ারে থাকা গণতন্ত্রকে শুধু হত্যা নয়,
মুত্যৃবার্ষিকীও পালন করে ফেলেছেন।"
এরশাদের প্রেমিকার সংখ্যা কত
তা হাতে গুনে শেষ করা অসম্ভব বলেও
মন্তব্য করেন তিনি।
বিষয়: বিবিধ
১৩৫৫ বার পঠিত, ৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
প্রশ্ন করেন: কেন?
উত্তর শুনেন: মানুষ দশজন চাচাকে দিয়ে দশজন চাচী দেখতে পায়। আর আমরা? একজন চাচাকে দিয়ে দশজন চাচী দেখতে পারলাম।
মন্তব্য করতে লগইন করুন