ঘুম কাতুরে বাবু
লিখেছেন লিখেছেন মুক্তকথা ২৯ মার্চ, ২০১৪, ১০:৩৬:৪৬ রাত
জানিনা কবে সরকারের এই ঘুম ভাঙ্গবে। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। হইত যদি বেচে থাকি আরও যে কত নাটক দেখব তার কোন ইয়াত্তা নেই। আজ দেখলাম এরশাদ কাকুর ঘুম কাতুরে কথা,শুনে কত যে মজা পাইলাম তা লিখে শেষ করা যাবে না।।বুড়া হলে নাকি মানুষের বুদ্ধি লোপ পাই, কাকু তারই প্রমান।এরশাদ যতই বুড়া হচ্ছে রওশন ততই কেমন যেন তার ইয়ে কমে যাচ্ছে।যাইহোক তাহাদের( সরকারের) যত তারাতারি শুভ বুদ্ধির উদয় হবে ততই আমজনতার জন্য মঙ্গল
।।
বিষয়: বিবিধ
১১৩৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন