সংলাপ ও আগামী নির্বাচন
লিখেছেন লিখেছেন মুক্তকথা ০৫ জুন, ২০১৩, ০৮:১৮:৫৭ রাত
বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সংকট আছে এটা পরিষ্কার. আমরা সাধারন জনগণ যা জানি রাজনীতিবিদরা তার থেকে অনেক কিছু বেশী জানে. প্রধান দুটি রাজনৈতিক দল তাদের স্ব স্ব দাবিতে অনড় পরিস্থিতিটা প্রায় ভারত -পাকিস্তান ক্রিকেট খেলার মত স্নায়ু চাপ দেয়. ক্ষমতাশীন দল বলছে তারা কোন অনির্বাচিত কারো হাতে ক্ষমতা ছাড়বেনা কি সুন্দর চোখে আঙ্গুল দিয়ে মিথ্যা কথা. অথচ তাদের মন্ত্রিসভায় তিনজন আছে যারা সংসদ সদস্য নয়. আসন্ন সিটি নির্বাচন গুলো নিরপেক্ষ করে সরকার বলবে যে তাদের হাতে নির্বাচন নিরপেক্ষ. বাংলাদেশের রাজনৈতিক ভবিষত্ বড় দুই দলের সবার জানা. আমরা স্বাধীনতার পরে এত বড় রাজনৈতিক সংকটে কখনও পড়ি নাই. so এই সংকট নিরসনে সংলাপের মাধ্যমে ব্র্যান্ড নিউ কোন পদ্ধতি খুঁজতে হবে otherwise আরও সংঘাত অনিবার্য
বিষয়: রাজনীতি
১৩৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন