পাবলিক বাসে "মখালোচনা"

লিখেছেন লিখেছেন গ্রহান্তরের আগুন্তক ২৫ এপ্রিল, ২০১৩, ০৩:৫৫:২৯ দুপুর

পাবলিক বাস চলছে। সবার প্রধান আলোচ্য বিষয় হোমমিনিস্টার মখা আলমগির। সবাই দেখা গেল মখার গতকালের এপিক উক্তির পিছনের কারণ বের করার চেষ্টা করছে। চ্যাংড়া চেহারার এক তরুন বলল "মখার কোন দোষ নাই, সব দোষ গাঞ্জার, সরকারের উচিত গাঞ্জার উৎপাদন, বিপনন, আমদানি কঠোরভাবে বন্ধ করা। নইলে বাকি দিনগুলোতে আরো কত কি শুনতে হবে"। রুক্ষ চেহারার এক মধ্যবয়সী লোক বলে উঠলো, " আরে গাঞ্জার সমস্যা না, সমস্যা অন্যখানে। মূল কথা হচ্ছে, মখা বুঝে গেসে যে পরিমান আকাম কুকাম সে করসে, তাতে আগামী সরকারে তার আনলিমিটেড রিমান্ড নিশ্চিত। এখন তাই পাগলের অভিনয় করতাসে, যদি রক্ষা পাওয়া যায়"। বৃদ্ধ বয়সী এক লোক মাথা নাড়তেছে দেখে সবাই তার দিকে তাকালো, একজন উনাকে বলল, "দাদা আপনারতো বয়স হয়েছে, আপনার কি মনে হয়? উনি কেশে গলা পরিষ্কার করে বললেন, " পাগলের অভিনয় করতেছে এটা ঠিক, তবে অন্য কারণে''। সবাই উৎসুক গলায় বলল, ''কি কারণ, দাদা''? বৃদ্ধ বললেন, " কালকেতো হামিদ সাহেব শপথ নিছেন, কিন্তু উনি প্রথমেই বিতর্কিত হয়ে গেছেন, একেতো শপথের শুরুতে বিসমিল্লাহ পড়েন নাই, তারপর উনার শপথ গ্রহনের সময় নিয়েও সবাই বিরক্ত। তাছাড়া বিএনপিও উনার উপর সন্তুষ্ট না। এখন খালেদা জিয়া নিরপেক্ষ প্রেসিডেন্ট চান। কিন্তু উনি আবার মনে করেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। এখন হামিদ সাহেবকে সরিয়ে যদি মখা নিজেই প্রেসিডেন্ট হতে চান, তাহলে তাকে পাগল বা শিশু হতে হয়। এই বুড়া বয়সে উনি শিশু কিভাবে হবেন, তাই এই পাগলের অভিনয়"। বাসের সবাই হেসে উঠল। বাসের মধ্যে দুই একজন আম্বুও ছিল, তারা কিছু বলার সাহস করলনা। বিরক্ত মুখে জানালা দিয়ে বাইরে তাকাল, এই বিরক্তি কি বাসযাত্রিদের উপর,না মখার উপর, না মরে যাওয়া গার্মেন্টস শ্রমিকদের উপর তা বুঝা গেলোনা।

বিষয়: বিবিধ

১৯৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File