"দেশপ্রেম লম্পটদের শেষ আশ্রয়স্থল"
লিখেছেন লিখেছেন গ্রহান্তরের আগুন্তক ০৯ এপ্রিল, ২০১৩, ০৫:৪৬:৩০ বিকাল
# আপনি অফিসে সুযোগ পেলেই ঘুষ খান, ট্যাক্স ফাঁকি দেন, ক্যাম্পাসে চাঁদাবাজি করেন, ট্রাফিক আইন মানেননা, অফিসে কাজে ফাঁকি দেন, ব্যাংক থেকে লোন নিয়ে দেয়ার কথা ভুলে যান, রাস্তায় মেয়েদের টীজ করেন, প্রায়ই 'চ' বর্গীয় গালাগালি করেন, সিগারেট ধরাতে ম্যাচের কাঠির খরচ বাচাঁনোর জন্য গ্যাসের চুলা জালিয়ে রাখেন..... তবে আপনি শাহবাগ যান, রবীন্দ্র সংগীত গান, শহিদ মিনারে ফুল দেন, ইসলামি ব্যাংকে টাকা রাখেননা, সব আকামে জামায়াত- শিবির খুঁজে পান.... আপনি একজন দেশপ্রমিক।
# অফিসে সবাই ঘুষ খেলেও আপনি ঘুষ খাননা, ট্যাক্স ফাঁকি দেননা, ক্যাম্পাসে পড়াশোনা নিয়ে থাকেন, ট্রাফিক আইন মেনে চলেন, অফিসে কাজে ফাঁকি দেননা, ব্যাংক থেকে লোন নিয়ে দেয়ার সময়মত পরিশোধ করেন, মেয়েদেরকে সম্মান করেন, সবার সাথে ভদ্র আচরণ করেন, সিগারেট ধরাতে ম্যাচের কাঠির খরচ বাচাঁনোর জন্য গ্যাসের চুলা জালিয়ে রাখেননা..... তবে আপনি শাহবাগ যাননা, রবীন্দ্র সংগীত না গেয়ে ইসলামি সংগীত গান, শহিদ মিনারে ফুল না দিয়ে শহিদদের জন্য দোয়া করেন, ইসলামি ব্যাংকে টাকা রাখেন, সব আকামে জামায়াত- শিবির না খুঁজে তদন্তের কথা বলেন, .... আপনি একজন নব্যরাজাকার, এই দেশ আপনার নয়, আপনি পাকিস্তানে চলে যান।
.
.
.
.
চিন্তা করবেননা, আপনিই সঠিক। অস্কার ওয়াইল্ড বলেছেন ' দেশপ্রেম লম্পটদের শেষ আশ্ৰয়স্থল'।
বিষয়: রাজনীতি
১২৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন