ডাবল স্ট্যান্ডার্ডের আরেক নাম মুক্তচিন্তা

লিখেছেন লিখেছেন গ্রহান্তরের আগুন্তক ২৪ এপ্রিল, ২০১৩, ১১:০১:৫৯ সকাল



তোমরা যখন বল, রাজাকারের বিচার চাই, তখন সব রাজাকারের বিচার চাওনা, শুধু জামায়াত নেতাদের বিচার চাও, মখা কিংবা সাজেদার নামও মুখে আনোনা। তোমরা যখন বল, ব্লগারদের মুক্তি চাই, তখন শুধু নাস্তিক আর মুক্তমনা ব্লগারদের মুক্তি চাও, ফারাবির মুক্তি চাওনা বরং তার রিমান্ড চাও। তোমরা যখন ব্লগ বন্ধের বিরোধিতা করো তখন সোনার বাংলাদেশ ব্লগের কথা বলনা, শুধু আমার ব্লগ বন্ধের বিরোধিতা করো। তোমরা যখন মত প্রকাশের স্বাধীনতার কথা বল, তখন ভিন্নমতের দায়ে কারাগারে রুদ্ধ মাহমুদুর রহমানের কথা বলনা, বলো শুধু তোমার নিজের দূষিত মতের কথা। তোমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বল, আর আমারদেশ বন্ধে উল্লাস করো। তোমাদের এই ডাবল স্ট্যান্ডার্ডের একটা গালভরা নাম দিয়েছ, মুক্তচিন্তা, প্রগতিশীলতা। এর পক্ষে যাবতীয় এক্টিভিজমকে এখন তোমরা বলো দ্বিতীয় মুক্তিযুদ্ধ। সেই মুক্তচিন্তা, প্রগতিশীলতা আর দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্য এক ব্যাগ ইউরিন বরাদ্ধ রেখে আমি মখা আর সাজেদার বিচারের কথা বলছি, ফারাবির মুক্তির কথা বলছি, মাহমুদুর রহমানের মুক্তি চাই, আমারদেশ এবং সোনার বাংলাদেশ ব্লগ আবার দেখতে চাই। সত্যের পক্ষে যাবতীয় সংগ্রাম অমর হোক।

ছবি

বিষয়: বিবিধ

১৭৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File