সাভার ট্রাজেডি কী শুধুই দুর্ঘটনা না অপরাজনীতির বলি

লিখেছেন লিখেছেন মানিক ২৫ এপ্রিল, ২০১৩, ০৩:৪৭:৪৩ দুপুর



বাংলাদেশে কোন কিছুই রাজনীতির উর্ধে নয়। দুবৃত্তায়িত এই অপ রাজনীতি আমাদের কাল। সাভার ট্রাজেডিই ধরুন না। অনেকে বলছেন, এটা একটা দুর্ঘটনা এর মধ্যে রাজনীতি খোজা ঠিক নয়। বাস্তবতাকি তাই-

১। যুবলীগ নেতা সরকারী আর অন্যের নিচু জমি ক্ষমতার জোরে দখল করে নিল। এটা কী রাজনীতির বাইরে?

২। ড্যাপের ভেতরে হলেও রাজুকের অনুমোদন না নিয়ে সাভার পৌরসভার নামমাত্র অনুমোদন নিয়ে দ্রুততার সাথে ধান্দাবাজীর টাকায় বানালেন বিশাল বিল্ডিং। এটা কী রাজনীতির বাইরে?

৩। সাভার পৌরসভার নামমাত্র অনুমোদন ছিল ৫ তলার। বিল্ডিং বানালেন ৯ তলা সিঁড়ি তুললেন ১১ তলা পর্যন্ত। গায়ের জোরে মানলেন না বিল্ডিং কোড। এটা কী রাজনীতির বাইরে?

৪। পাপের প্রাসাদে ফাঁটল দেখা দিল। সবাই আসল। বিপদ জনক ঘোষণা করা হলো ভবনটিকে। ব্রাক ব্যংক ভবনে অবস্থিত তাদের ব্রাঞ্চ বন্ধ করে দিল। শ্রমিকরা বিজিএমইএ কে ফোন করে জানালো বিপদের কথা। কোন কিছূই পাত্তা দেবার প্রয়োজন মনে করলো না ক্ষমতাধর আওয়ামি নেতা। এটা কী রাজনীতির বাইরে?

এবার ঘটল সাভার ট্রাজেডি এটা কী করে রাজনীতি হয়!

সরকারী হিসাবে দেড়শ'র মতো লোক মারা গেছে, আহত ১০০০ খানেক। যে গতিরে উদ্ধারকাজ চলছে, আমার আশঙ্কা মৃত্যুর সংখ্যা ২-৩ হাজার ছাড়িয়ে যাবে। কতটা আমরা আম জনতা জানতে পারব জানি না।

৫। পরধান মন্ত্রী কইলেন, ‘ভবনটা আগেই খালি করা হইছিল’। মানেঃ তার সোনার ছেলে রানার কোন দোষ নাই। এটা কী রাজনীতির বাইরে?

৬। মঃ খাঃ আলমগীরে কইল, ‘হরতাল সমর্থনকারীরা সাভারে ভবনটি নিয়ে ধাক্কা-ধাক্কি করায় ভবনটি ভেঙ্গে পড়ে।’ মানেঃ তদন্তের ফাইনাল রিপোর্ট পাইয়া গেলেন। এই অপরাধে দায়া অজ্ঞাত নামা ৫০০০০০০০০০ হরতাল সমর্থকের নামে মামলা হইব। অতঃপর

এটা কী রাজনীতির বাইরে?

এতো বড় ঘটনার উদ্ধার কাজে সরকার চুড়ান্ত উদাসিনতার পরিচয় দিয়েছে।

এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস আছে কেন। তাদের সকল শক্তি কী নিয়োজিত হয়েছে? না হয়নি। সাধারণ মানূষ খাবার, পানি টর্চ সাপ্লাই দিচ্ছে। ২৪ ঘন্টা পার হয়ে গেল ধবংশস্তুপের ভেতরে লাশের গন্ধ আর মানূষের আহাজারী। সরকারের কর্তা ব্যক্তিরা আছে ফালতু কথায় ব্যস্ত।

বিষয়: রাজনীতি

১৮৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File