চেতনা (টি ২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপেক্ষিত ও অপমানিত আমার প্রিয় শিল্পি তাহসানের উদ্দেশ্যে)
লিখেছেন লিখেছেন মানিক ১৪ মার্চ, ২০১৪, ০৩:৪৭:৫৯ দুপুর
চেতনার বাড়াবাড়ী
চেতনার কড়াকড়ি
চ্যতনায় মোরা উদ্ভ্রান্ত।
চেতনায় কথা কয়
চেতনায় গান গায়
চ্যাতনায় গিলেখায় সীমান্ত
চেতনার নীল বীষে
আশা ধুলি সাথে মিশে
বিভেদের রেখা হয় পূর্ণ
চেতনার শত কথা
চেতনার কথকতা
চ্যাতনার পশ্চদ যাত্রা
হায় হায় চেতনায়
পশ্চাতে চেয়ে রয়
আগামীর নেই কোন ভাবনা
খুনিদের লাফা লাফি
লুটেরার দাপাদাপী
চ্যাতনার দুই চোখ বন্ধ
চেতনার আমদানী
নহে কোন রপ্তানী
চ্যাতনার অদ্ভুত বাণিজ্য।।
বিষয়: বিবিধ
১৩১০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাহসান বলে কত জল
তাহসানদের মত শিল্পীরা গান গাইবার জন্য আমন্ত্রন যে পেয়েছে এটাই তো বহুত ।
বাংলাদেশীদের সবাই যদি গান গাওয়ার সুযোগ পেত তাহলেও সে সুযোগ পেত কি না সন্দেহ আছে ।
এখন ম্যাক্সিমাম বাংলাদেশী গায়করাই গান গাওয়ার সুযোগ না পাওয়াতে তাহসানের মত বটম লাইনের সিঙ্গাররা ভাব মারতে শুরু করেছে । ভাব মেরে এক ঝটকায় রুনা-বাচ্চুদের কাতারে আসতে চাইছে ।
মন্তব্য করতে লগইন করুন