বিয়ে না হওয়া মেয়েদের কথা:(৫ম পর্ব)
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৪ মার্চ, ২০১৪, ০৩:২৭:৪২ দুপুর
বিয়ে না হওয়া মেয়েদের কথা:(৫ম পর্ব)
আমার এক মুহরেমাতের কলিগের বড়বোনের কথা বলব।বয়স ৪৫। সুশ্রী বলা যাবেনা। চলে টাইপ। আমার সেই মুহরেমাতের সেই কলিগের বিয়ের দাওয়াত। সঙ্গত কারনেই তাদের খোজ খবর নিয়ে নিলাম। কথার ফাকেঁ বললাম ঐই আন্টিটার হাজবেন্ড কি করেন। যাকে প্রশ্ন করলাম তার কপালে বিব্রত হওয়ার ছাপ স্পষ্ট। আমিও বিব্রতবোধ করলাম। মনে করেছিলাম হাজবেন্ড মারা গেছেন। আরও কিছুদিন গেল বটে আমার কৌতুহলটা থেকেই গেল।
ডেটা কালেকশানের জন্যে অপেক্ষা করলাম। আন্টিকে দেখলেই কাচুমাচু হয়ে সালাম ঠুকে দিতাম। অনেকদিন পরে বের করলাম পিছনের কাহিনী। ছোটকালে আব্বা মারা যায়। নিজে চাকরী করে সব ছোট ভাইবোনকে মানুষ করেছে। পিতার অবর্তমানে ছোটভাইবোনের প্রতি দায়বদ্ধতার কথা বললেই অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছে। আজ তিনি একটি ইন্সুরেন্স কোম্পানীর সিনিয়রপারসন।
এটি ছোটভাইবোনকে আগলে রেখে মানুষ করার এক অনবদ্য কাহিনী। একটি মানবিক কাহিনী। মানুষ যে নিজের লাভের উর্ধ্বে উঠে মানবিকতাকে জয় করতে পারে এটা সেই রকম অবিশ্বাস্য এক কাহিনী। হার্টটাচিং ভালবাসার কাহিনী। আল্লাহ উনাকে উত্তম জাযা দান কর।
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন