রেমিটেন্সের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মালয়েশিয়া প্রবাসীদের শোষণ-বঞ্চনা!!
লিখেছেন লিখেছেন সামছুল ২১ জুলাই, ২০১৬, ০৭:২৮:৫৪ সন্ধ্যা
রেমিটেন্সের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মালয়েশিয়া প্রবাসীদের শোষণ-বঞ্চনা!!বিশ্বের ১৬০টি দেশে বাংলাদেশের প্রায় ১ কোটি মানুষ কর্মরত আছেন। বিশ্বব্যাংকের হিসেবে, বাংলাদেশি প্রবাসী-আয়ের শীর্ষ ১০টি দেশের মধ্যে মালয়েশিয়া অবস্থান সপ্তম।কিন্তু যাদের আয়ে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে, তাঁরা দেশে-মালয়েশিয়াতে সব স্থানে বঞ্চিত।দেশে যাওয়ার সময় পাসপোর্ট সমস্যা, এয়ারপোর্টে হয়রানি। প্রশ্ন হলো দেশ মালয়েশিয়া প্রবাসীদের কতটা ভালোবাসে? কতটা সম্মান দেয়? তাঁদের প্রতি দেশের কী কোনো দায় নেই?আমার এক বন্ধু আজকে বলছিলেন, কিছুদিন আগে দেশে গিয়ে শাহজালাল বিমান বন্দরে তাঁর সাথে দুর্ব্যবহারের কথা। তার উপর আবার উচ্ছৃঙ্খল কথাবার্তা। যেমন (এই মিয়া এই লাইনে যান, না ওই লাইনে যান, এদিকে আসো, আগে উনাকে দাও, তুমি পরে আসো)প্রবাসীদের কাছ থেকে ফরম পূরণ করে দেওয়ার নামে কষ্টে অর্জিত টাকা হাতিয়ে নেওয়ার দৃশ্য, আরো কত কি!আমাদের কি দেশের কাছে কিছু চাওয়া পাওয়ার নেই? আমরা মালয়েশিয়া প্রবাসীরা কি বাংলাদেশী নই?
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন