ফেরকা বিড়ম্বনা

লিখেছেন লিখেছেন ওবাদা বিন সামেত ২১ জুলাই, ২০১৬, ০৮:০৮:৫১ রাত

ডান দিক থেকে ডাক দিয়া কয়, এইদিকে যদি না আস-

বুঝব তুমি গোমরাহী আর কুফরকেই ভালবাস।

বাম দিক থেকে কে যেন বলে, আমার মতন না যদি হও;

মুসলিম হবার দরকার নাই, কাফের তুমি হইয়া যাও।

সামনে থেকে ডাক দিয়া আরেক বেক্কলে কয়,

আমার পিছে না হাট যদি ঈমান তোমার হইবে লয়।

পিছনের দিকে চাহিয়া দেখি হাত ইশারা দিয়া বলে,

আমার দলে না হও যদি নিশ্চয় তুমি ওর দলে।

ভাবিয়া ভাবিয়া পেরেশান হই, সত্যি কি আমি পথহারা;

ওদের কারো ডাকে না দিলে সাড়া, হতে হবে ঈমানহারা?

আসল কথা, এসব কিছু নয়, বিবেক বুদ্ধি খাটাও এবার-

সামনে পিছে ডানে বামে কোথাও যাবার নেই দরকার।

মধ্যখানে সোজা পথে চলার কথাই বলে কোরআন,

খোদার রজ্জু শক্ত করে ধরার কথাই কর বয়ান।

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার কথাই ..

বিষয়: রাজনীতি

৯৮১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375077
২২ জুলাই ২০১৬ সকাল ০৮:০০
শেখের পোলা লিখেছেন :
মধ্য পথে হাঁট সেটিই সোজা পথ।
ডাইনে বামে সামনে পিছে নিওনা শপথ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File