সরকার কাদের জন্য? দেশের জন্য নাকি ভারতের জন্য???
লিখেছেন লিখেছেন সামছুল ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৪৩:৪৫ সন্ধ্যা
আমাদের ট্যাক্সের টাকায় বানানো রাস্তায় ভারতের গাড়ি মাগনা চলে, দেশে চিড়ে পার হয়ে যায়। অথচ আমাদের ছেলারা নিজের টাকার লেখাপড়া করে, সেখানে উল্টা সরকার তাদের উপর ভ্যাট আদায় করছে। তাহলে সরকার কাদের জন্য? দেশের জন্য নাকি ভারতের জন্য???
নিন্দুকেরা বলে, দেশের মানুষ ৫ জানুয়ারির নির্বাচনে সরকারকে ভোট দেয় নাই, অথচ ভারত সরকারকে অন্ধসমর্থন দিয়ে যাচ্ছে। তাই সরকার ভারতের জন্য ভ্যাট মৌকুফ করেছে, আর দেশের মানুষের জন্য চাপিয়ে দিয়েছে ভ্যাটের বোঝা!!!
বিষয়: বিবিধ
৯৮৪ বার পঠিত, ৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
সরকার টাকার জন্য!!!
মন্তব্য করতে লগইন করুন