সৌদিতে দুর্ঘটনায় হাজি মৃত্যুর পরিসংখ্যান গত ৪০ বছরের ইতিহাসে হজ্ব পালনের সময় বিভিন্ন ধরনের মৃত্যর পরিসংখ্যান

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪৪:০৫ রাত



মক্কায় বিভিন্ন সময়ে হজ পালন করতে গিয়ে নানা দুর্ঘটনার শিকার হয়েছেন হাজিরা।

গত ৪০ বছরের ইতিহাসে হজ করতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনা ও রোগে ভুগে মারা গেছে কমপক্ষে তিন হাজার মানুষ।

বিভিন্ন সময়ে হজ ট্রাজেডির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো:

২০১১: এর আগে মক্কায় হজ মৌসুমে সর্বশেষ দুর্ঘটনা ঘটেছিল ২০১১ সালের সেপ্টেম্বরে। তখন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ১৩ আফগান হাজি।

২০০৬: মক্কার আল-জামারাতে পাথর নিক্ষেপের সময় প“লিত হয়ে নিহত হয়েছিলেন কমপক্ষে সাড়ে তিন’শ হাজি।

২০০৪: আল-জামারাতে শয়তানকে পাথর ছুঁড়ে মারার সময় প“লিত হয়ে মারা যান আরও আড়াই’শ হাজি।

২০০১: প“লিত হয়ে ৩৫ হাজির মৃত্যু।

১৯৯৮: আল-জামারাতে প“লিত হয়ে মারা যান ১৮০ জন। শয়তানকে পাথর নিক্ষেপের সময়ই ওই দুর্ঘটনাটি ঘটে।

১৯৯৭: মিনায় তাঁবুতে আগুন লেগে মারা যান ৩৪০ জন। আহত হন আরো ১৫’শ হাজি।

১৯৯৪: কঙ্কর নিক্ষেপ করতে গিয়ে প“লিত হয়ে মারা যান ২৭০ হাজি।

১৯৯০: এ বছর হজ করতে এসে মক্কায় এক জনাকীর্ণ সুরঙ্গ পথে প“লিত হয়ে মারা যান ১৪’শ ২৬ জন হাজি। তাদের বেশিরভাগই ছিলেন মালয়েশীয়, ইন্দোনেশীয় ও পাকিস্তানি।

১৯৮৯: বোমা হামলায় এক হজযাত্রী নিহত এবং আরো ১৬ জন আহত হন।

১৯৮৭: ইরানী ও সৌদি হাজিদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছিলেন ৪০২ হাজি। আহত হয়েছিলেন প্রায় সাড়ে ছয়’শ।

১৯৭৫: সালের ডিসেম্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তাঁবুতে আগুন লেগে নিহত হন ২০০ হাজি।

বিষয়: বিবিধ

৯৬৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341305
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:০৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৪
282737
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুমসালাম ওয়ারাহমাতুল্লাহ
আপনাকেও আল্লাহ প্রতিদান দিক
অনেক ধন্যবাদ আপনাকেও
341307
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১১
শেখের পোলা লিখেছেন : ইন্না লিল্লাহে অ ইন্না ইলাইহে রাজেউন৷
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৪
282738
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহ সবাইকে জান্নাত বাসী করুন
341327
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এত অসংখ্য মানুষের উপস্থিতিতে এই ধরনের দুর্ঘটনা বিশেষ অবাক হওয়ার নয়। এগুলি প্রতিরোধ এর জন্যও যথেষ্ট ব্যবস্থা তারা নিয়েছে জানি।
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:১০
282750
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বিশেষ ব্যাবস্থার কারনে এত লোকসমাগম সত্বেও ক্ষয়খতির পরিমান আলহামদুল্বিলাহ কম
341437
১৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫২
পুস্পগন্ধা লিখেছেন :
এখন কংকর মারার স্থানে (জামারায়) এমন সুন্দর ব্যবস্থা করা হয়েছে আশা করি ওখানে আর এমন দুর্গটনা ঘটবে না ইনশাআল্লাহ.....
১৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৭
282831
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হ ভাই খুব সুন্দর ব্যাবস্থা আশা করা যায় সেখানে আর কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File