সফলতা

লিখেছেন লিখেছেন উল্কামানব ১৪ এপ্রিল, ২০১৩, ০৮:০৫:৩১ সকাল

হে আল্লাহ্‌ তুমি যে মহান

তোমার দাসত্বেই রয়েছে অশেষ সম্মান

তোমার সন্তুষ্টিই আমার একমাত্র চাওয়া

জান্নাত আর চিরসন্তুষ্টিই চিরস্থায়ী পাওয়া।

পৃথিবীর যত মায়ামমতার বন্ধন

প্রকাশ যার শুধুই অস্থায়ী ক্রন্দন

হাশরের মাঠে হবেনা কেউ কারো সাথী

পুলসিরাতে এগিয়ে দিবেনা কেউ একটুখানি বাতি।

তোমাকে ভালোবেসেছে যারা

সফলকাম হবে যে তারা

আখিরাতে উল্লসিত তারা

জান্নাত হাসিল করেছে যারা।

বিষয়: সাহিত্য

১১৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File