স্বাধীনতা

লিখেছেন লিখেছেন উল্কামানব ১৩ এপ্রিল, ২০১৩, ০৭:১৫:৩৪ সন্ধ্যা

স্বাধীনতার স্বাদ আমি খুঁজে পাই দোল খেলানো ফসলের মাঠে

খুঁজে পাই বাংলাদেশের সবুজ শ্যামলিমায়, বনে বাদাড়ে

স্বাধীনতার প্রতি অনন্য আবেগে আঁখি হয় অশ্রু সজল

অশ্রুসিক্ত দেশপ্রেমিক আঁখিযুগল অপূর্ব লাগে

দরকার নেই কোনো কাজল।

কিন্তু হঠাত আমি চমকে উঠি পিলখানার রক্তক্ষরণে

কেঁদে উঠে হৃদয় নির্মম এই রক্ত বানে

আমার দেশের সিপাহসালারদের প্রতি বর্বর হিংস্রতায়

কে যেন কুচি কুচি করে আমার হৃদয় ছিঁড়ে দিয়ে যায়

কিছু মানবরুপী পশুকে পিলখানায় দেখা যায়

হিংস্র বন্যপশুর ন্যায় বাংলাদেশ খেকো চেতনায়

বাংলাদেশের বীর যোদ্ধাদের তারা মুছে দিতে চায়।

কিন্তু সফল হবেনা তোমরা মানচিত্রের শত্রুরা

লাল সবুজের পতাকার পাহারা

দিয়ে যাচ্ছে কোটি মুসলমান বাংলাদেশীর সন্তানেরা

যতদিন রবে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি

ততদিন বাংলাদেশ রবে ইসলামেরই ঘাঁটি।

জেগে উঠ বাংলাদেশের মুসলিমেরা

তোমাদের বীরত্বে পালিয়ে যাবে ভিনদেশীদের দালালেরা

মোদের আলস্যই দিয়েছে তাদের দম্ভ প্রকাশের সাহস

আমাদের কঠোর পরিশ্রম নিভিয়ে দিবে তাদের দুঃসাহস।

মুসলিম বাংলাদেশীর বুদ্ধিবৃত্তির জগতে চাই বিপ্লব

পরিবর্তনের ঢেউ তবেই মেলবে পত্র-পল্লব

বিপ্লবের অগ্নি বাণে চূর্ণ হবে যত ষণ্ড মার্কা ভিনদেশী দানব-পাণ্ডব

চাই দোয়াত কলম বিপ্লবীদের বিপ্লব।

জাগতিক যোগ্যতার বিপ্লব ও চাই

কুরআন ও প্রযুক্তির জ্ঞান একসাথে চাই

চাই সেরা গণিতজ্ঞ, প্রকৌশলী আর শিক্ষক মশাই

আসুন জ্ঞানের মশাল জ্বালাই।

যতদিন রবে এই পৃথিবী ঘূর্ণায়মান

ততদিন মুসলিম ওলি-আওলিয়ার বাংলাদেশ হবেনা ম্রিয়মাণ

বাংলাদেশের স্বাধীন চেতনার পাহারা আর মান

মুসলমানেরা দিয়েছিল, দিচ্ছে, দিতে থাকবে

ইনশাআল্লাহ্‌ যতদিন এই পৃথিবী টিকে থাকবে।

বিষয়: সাহিত্য

১১৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File