চিরস্থায়ী আলয়
লিখেছেন লিখেছেন উল্কামানব ১৩ এপ্রিল, ২০১৩, ১০:০৬:৫৮ রাত
সবই হারিয়ে যায়
যায় হারিয়ে চির সবুজ শৈশব
হারিয়ে যায় শৈশবের সহপাঠি
স্নিগ্ধতা মাখা রুপালি নদী
লেবু ঝাড়ের জোনাকি।
হারিয়ে যায় প্রিয়ার মুখ
যায় হারিয়ে ব্যস্তময় কর্মজীবন
প্রশান্তি আনা মধুময় দিনগুলো
সন্তান-সন্ততির আহ্লাদ-আবদার।
শুধু থেকে যায় ভালবাসা
সেই আল্লাহর প্রতি
যিনি সৃষ্টি করেছেন আমায়
কি অপরূপ সুষমায়।
থেকে যায় আমার জায়নামাজের সিজদা
সত্যের সংগ্রামে আমার অর্জিত নেকি
থেকে যাওয়া এই চিরন্তন সম্বলগুলো পুন্যের ট্রান্কে ভরে
আমি এগিয়ে চলছি আমার প্রভুর বিচারালয়ে
আশাকরি তার দান ও তুষ্টি
জান্নাত আর চিরসন্তুষ্টি।
এত গুলশান নয়, নয় বারিধারা
এত নয় পৃথিবীর শ্রেষ্ঠ সম্রাটের রাজমহলের ঝর্ণাধারা
এতো বিশ্বস্রষ্টার উপহার
সুবিশাল জান্নাত,অচিন্তনীয় যার বিস্তার
সফল আমি আল্লাহর বিচারালয়ে
তাইতো মুগ্ধতায় বিচরণ করছি আমি
আমার চিরস্থায়ী নিজ আলয়ে।
বিষয়: সাহিত্য
১১১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন