সত্যানুসন্ধানী
লিখেছেন লিখেছেন উল্কামানব ১২ এপ্রিল, ২০১৩, ০১:২২:৫৬ দুপুর
সত্য খুঁজে ফিরেছি আমি
পথে আর প্রান্তরে
পড়েছি শত বস্তা দলিল
পেতে সত্য অন্তরে
খুঁজিতে খুঁজিতে হয়রান আমি
খুঁজতে হবে নিরন্তর
কখনো কিন্তু খুঁজে দেখিনি
আমার এই নিজ অন্তর।
সত্য সেতো লুকিয়ে আছে
আমার এই অন্তরে
আমি, আমার, আমিত্ব
এতেই আছে লুকিয়ে
আল্লাহর মহত্ব।
কখনো কি করেছি প্রশ্ন?
কে আমি? কে আমার অন্তকরণ?
আমার এই আমিত্ব
কোথায় করে সন্তরণ?
হৃদয়ে লইয়া যত প্রশ্ন
কুরআন কর অধ্যয়ন
এতেই হবে তৃপ্ত তোমার
সত্যিকারের অন্তকরণ।
বিষয়: সাহিত্য
১২৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন