সাঈদী সাহেব ও একজন ক্লিনার
লিখেছেন লিখেছেন আহাম্মেদ খালিদ ১১ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:২৬:৪৫ বিকাল
মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবকে নিয়ে আমি তেমন কোন লিখা লিখিনি। একটা ঘটনার সম্মূখিন হওয়ায় সেটা শেয়ার করতে ইচ্ছা হলো।
সেদিন সাফারি মলের সামনে(কাতারের বড় একটা শপিং মল) গাড়ী পার্ক করে নামতেই কানে আসলো সাঈদী সাহেবের ওয়াজের আওয়াজ। একটু অবাক হয়েই খুঁজতে লাগলাম এখানে কে বাজাচ্ছে সাঈদী সাহেবের ওয়াজ! খুঁজতে খুঁজতে দেখি একটা ক্লিনিং কোম্পানীর বাংলাদেশী কার ক্লিনার তার মোবাইলে সাঈদী সাহেবের ওয়াজ শুনতে শুনতে গাড়ী পরিষ্কার করছে।
আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি জানো এটা কার ওয়াজ ?
সে অনেকটা অবাক হয়েই বললো কেন আপনি জানেননা ? এটা আমাদের সাঈদী সাহেবের ওয়াজ।
তুমি কি জামাত করো ?
নাহ, আমি কোন দলই করিনা।
তাহলে তুমি জামাতের সাঈদী সাহেবের ওয়াজ শুনছো কেন ?
সে অনেক্ষন আমার দিকে তাকিয়ে থেকে বললো: শুনেন, দেশের রাজনীতিবিদদের জন্য আজ আপনি হুজুরকে(সাঈদী সাহেবকে)জামাতী বলতে পারলেন। হুজুর জামাত করলেও উনি কিন্তু কোন দলের হইয়া যায়নাই, হুজুর আমাদের সারা দেশের মানুষের।
কিন্তু উনি নাকি যোদ্ধাপরাধী, উনার তো ফাঁসির হুকুম হয়েছে।
হায়াত মউত আল্লাহর হাতে, উনার ফায়সালাই বড় ফায়সালা। উনি আওয়ামীলীগের কাছে অপরাধী হইবার পারে কিন্তু সাধারন পাবলিকের কাছে না,সরকার উনার নামে যত বাজে কথায় প্রচার করুক আমরা উনারে আগে যতটা ভালবাসতাম এখন তার চেয়ে আরও বেশি ভালবাসি। সরকার যত চেষ্টাই করুক আমাগো মন থাইক্কাতো মুছতে পারবোনা।
আমি আর কোন কথা না বলে চলে আসলাম।
বিষয়: বিবিধ
১৩৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন