۞۞ ইমারেটস ফ্লাইটে বাংলাদেশী যাত্রী বিদেশী মদ পান করতে গিয়ে--۞۞

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১১ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:২৯:০৬ বিকাল



আমার এক বন্ধু দুবাই এয়ারপোটে চাকরী করে। ইমারেটস এয়ারে সে ঢাকা-দুবাই আসা-যাওয়া করে। একদিন ঢাকা থেকে দুবাইতে আসার সময় তার পাশের সিটে এক ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ নাগরিকের পাশে আরেকজন বাংলাদেশী প্রবাসী ভাই বসে ছিল। ফ্লাইটের সুন্দরী বিদেশী বিমানবালা প্রথমে ব্রিটিশ নাগরিককে কিছু খাবে কিনা জিজ্ঞেস করলে...ব্রিটিশ নাগরিক একটি মদের বোতল অর্ডার দেয়। প্রবাসী বাংলাদেশী যাত্রীকে কিছু খাবে কিনা জিজ্ঞেস করলে উত্তর দেয়...সেম সেম (ব্রিটিশ নাগরিকের মত সেই ও মদ খাবে)

ব্রিটিশ নাগরিক মদের বোতল হাতে পেয়ে সুন্দর ভাবে পান করে। কিন্তু প্রবাসী ভাইটি মুখে দেয়া মাত্র বমি করে ব্রিটিশ যাত্রীর কাপড় নষ্ট করে ফেলে। ব্রিটিশ নাগরিক রাগ করে ইংরেজীতে প্রবাসী ভাইটিকে গালি দিতে থাকে। আর আমার বন্ধূটি ও তাকে বাংলা ভাষায় আচ্ছা করে বকা দেয়।

আমি নিজেও ইমারেটস ফ্লাইটে আমাদের দেশের প্রবাসী ভাইদেরকে বিদেশী মদ পান করতে দেখেছি। ইমারেটসে অনেক কিছু ফ্রি পাওয়া যায় বলে আমাদের দেশের প্রবাসী ভাইদের কেউ কেউ ইচ্ছেমত বিদেশী মদ পান করে মাতাল হয়ে পড়ে। তাদের জন্য আমার খুব দুঃখ লাগে।

ইমারেটস ফ্লাইটে ফ্রিতে বিদেশী মদ পান করে একটু মজা পেলে একসময় তারা প্রবাসে কষ্টার্জিত টাকা খরচ করে বিদেশী মন পান করবেই।

আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে সঠিক পথে চলার তওফিক দান করুক। আমিন।

বিষয়: বিবিধ

১৬৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File