বাঁশবরাক
লিখেছেন লিখেছেন খাস খবর ০৯ জুন, ২০১৩, ০৮:৪৬:৫৫ সকাল
মো. অহিদুজ্জামান
(১)
''ভাই-ভাতিজা, ভাবি-দেবর
সব তেরে কই ডাইক্কা
বর্গী আইছে দালাল আইছে
আইছে ওপাড় থাইক্কা
তৈরি কর বাঁশবরাকের আইক্কা
নানা-নানি, দাদা-দাদি
সব তেরে কই ডাইক্কা
দিও ওদের জায়গা মত
তেল সাবানে মাইক্কা ।।
(২)
মানুষ নাকি পশুর দল
পরখ করেছি আচ্ছা
দেখলাম এতো মানুষ নয়
বুনো শুয়োরের বাচ্চা ।।
খেতের ফসল রাখতে হলে
দাঁতাল শুয়োর রুখতে হলে
মারতে হবে পাক্কা বাঁশ
গোঁত গোঁত করবে যখন
মারতে হবে ঠাস ঠাস ।।''
বিষয়: রাজনীতি
২২৮৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বসতে বলুন ফরাসে,
ওপার হতে বন্ধু এলেন,
মিছাই ভাবেন তরাসে৷
দুহাত ভরে অশ্বডিম্ব,
সে দিন যারা দিল,
ভাল বেসে কোঁচড় ভরে,
না হয় কিছু নিল৷
স্যরি৷
মন্তব্য করতে লগইন করুন