সমকামবাদী এক সরকার এবং আমাদের বাংলাদেশ

লিখেছেন লিখেছেন শাহাদাত মাহমুদ সিদ্দিকী ০৯ জুন, ২০১৩, ০৮:০৪:৫৮ সকাল



বাংলাদেশের চলমান অমানবিক সরকারের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি সমকামীতার সাংবিধানিক সমর্থন নিয়ে যা বলেছেন, অনেকেই জানেন- এটি ‘স্লিপ অব টাং’ কিংবা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি ক্রমাগত সংঘটিত অন্য সমস্ত আওয়ামী অপকর্মেরই সম্পুরক। এ সরকার মূলত পুঁজিবাদী(ইহুদীবাদী, যারা ইসলাম উৎখাত প্রশ্নে খিশ্চিয়ান জগতের সাথেও একাত্ম) বিশ্ব ব্যবস্থারই নিকৃষ্ট গোলাম বিশেষ। এর ইসলাম ফোবিয়া, ইসলাম বিদ্বেষ, কিংবা ইসলাম-দমননীতি তাদেরই প্রেসক্রাইব করা, যারা ইসলামকে তাদের(পুঁজিবাদী) সভ্যতা(?)’র একমাত্র উদীয়মান ও অনিবার্য শত্রু হিসেবে সুস্পষ্টভাবে নির্ধারণ করে নিয়েছে। এ ব্যাপারে আপনার যা'ই দ্বিধা দ্বন্দ্ব থাকুক, তাদের নেই।

এই আ’লীগের দলীয় খাসলত পুঁজিবাদ-বাদ্ধবই ছিলো। এবং তা বিকাশের পর্যায়ে আজ পুঁজিবাদে লীন- নেতৃত্বে নয়, দাসত্বে! আর যেটুকু ধর্মীয়/মানবকি বৈশিষ্ট্য আ’লীগ ধারণ করতো- ক্রমবর্ধমান অপকর্মের চেতনায়(যা মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে বাজারে চালু আছে) তা ইতোমধ্যে ম্যাক্স ওয়েবার বর্ণিত ‘ক্রীড়ার চরিত্রে’ উন্নিত হয়ে গেছে! এজন্যই আপনি দেখবেন- ইভটিজিং যারা করে তাদেরই একটি ছদ্মবেশী গ্রুপ ইভটিজিং প্রতিরোধে বেশী লম্ফঝম্ফ দেখায়(যাতে ইভটিজিংযের প্রকৃত কারণ অনুদ্ঘাটিত থাকে এবং প্রকৃত দোষীরা পার পেয়ে যায়- তাদের ব্যাপারে যেনো কোনো কথা না উঠতে পারে!), তারাই আবার বর্বরের মতো ছাত্রীদের জামা কাটে, তারাই নেয় ধর্ষণের সেঞ্চুরিয়ানদের তাবৎ নিরাপত্তার ভার! একইভাবে ধর্ষকদের পৃষ্ঠপোষক সরকারের একনিষ্ঠ মিডিয়া প্রথম আলো গোষ্ঠীই আবার ধর্ষণের প্রতিবাদ ফলাও করে ছাপায়! যাদের ছাপায় তারা আবার সেই প্রথম আলোরই চেলা-চামুন্ডা! সেই চেলা-চামুন্ডারাই আবার শিবিরের ছেলেদের নারীমাংসলোভী, কামকাতুর না হওয়ার সমালোচনায় পান্ডিত্যপুর্ণ(!) কলামও লিখে! এই তাদের 'ক্রীড়ার চরিত্র'! সাম্রাজ্যবাদের ক্রীড়ানকদের চরিত্রও এমনই হয়! স্ববিরোধী! ঠিক গাছের গোড়া কেটে আগায় পানিসিঞ্চনের মতো, সাথে মায়াকান্না ফ্রি।

আওয়ামী চরিত্র ও গতি প্রকৃতির এই দিকটি বুঝলে- ব্যক্তি অগুরুত্বপুর্ণ হয়ে উঠবে। আ’লীগের ঐ জায়গায় দীপু মনি না থেকে কোনো এক 'মনিরুল ইসলাম' থাকলেও বক্তব্যের কোনো হেরফের হতো না। বারাক ওবামাও যে- নির্বাচনপুর্ব জনসংযোগে অন্য সব কিছুর সাথে ‘তাহাদের’(সমকামীদের) অধিকার সংরক্ষণেরও প্রতিশ্রুতি দিতে হয়! এ পুঁজিবাদী সভ্যতারই অভিশাপ।

তাহলে আওয়ামী মন্ত্রী হওয়ার পাপ কোথায়? আ’লীগেরই অপরাধ কি?...

অপরাধ হল- সেই অভিশাপ হতে মুক্তির নুন্যতম মানবিক প্রচেষ্টা(অন্তত সুকান্তের মতো- পৃথিবীকে একটি শিশুর বাসযোগ্য করে যাওয়ার যে প্রাণপণ আকুতি)’র পরিবর্তে সেই অভিশাপ কায়েমের অসভ্য নগ্নতাতেই ওরা উদ্যত! এখানেই আ’লীগ মানবতার প্রতিপক্ষ!

মানবজাতির সমস্ত বিকাশের অন্তরায়!

এখানেই কোনো প্রগতিশীলতা, কোনো সুশীলীপনা, কোনো আধুনিক বুদ্ধিজীবীতা তাকে মানবতার বিরুদ্ধে অপরাধের দায় হতে রক্ষা করতে পারে না। কিভাবে?...

(আসুন সেই পদ্ধতিটি শিখি...) কোনো একটি প্রথা বা সংস্কৃতির মানবিক গ্রহণযোগ্যতা যাছাইয়ের সর্বোত্তোম পদ্ধতি হলো- সেই বিশেষ প্রথাটি মানবজাতির উপর কাল্পনিক প্রয়োগ। উদাহরণ স্বরুপ, 'মাদক'- সমগ্র মানবজাতির উপর প্রয়োগ করুন। ফলাফল?- ধ্বংশ-উন্মুখ এক বিকৃত পৃথিবী! আবার, 'আল্লাহর দাসত্ব'- গোটা মানব জাতির উপর কায়েম করুন। ফল হবে- অভূতপুর্ব মানবিকতাপুর্ণ সমৃদ্ধিশালী মানবজাতি। একইভাবে সরকার সমর্থিত, মিসেস দীপু উদ্ধৃত 'সমকামীতা' প্রয়োগ করুন- রেজাল্ট দেখার জন্য কেউই আর আবশিষ্ট থাকবেনা! সে এক বিরান পৃথিবী…

ওরা কি তবে এক বিরান পৃথিবীকেই মানুষের পৃথিবীতে বৈধতা দিতে চায়? ক্ষমতার অন্ধত্বে আওয়ামী লীগ কি- তাঁর আঞ্চলিক ও আন্তঃর্জাতিক ঈশ্বরদের দেখানো পথে আমাদের সেই পৃথিবীতে নিয়ে যেতে চায় যেখানে আমরা কেউই থাকবোনা!!!...

বিষয়: রাজনীতি

১০৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File