সিলেট মেয়র নির্বাচন নিয়ে একটি নিরপেক্ষ জরিপ এবং জাতীয় নির্বাচনে ম্যাসেস

লিখেছেন লিখেছেন খাস খবর ২৬ মে, ২০১৩, ০৩:২৮:৩৮ রাত



মো. অহিদুজ্জামান

নানা মুনির নানা মত। কথাটি সত্য। তবে বাংলাদেশের মানুষের মধ্যে বিশাল একটি অংশের ক্ষেত্রে আরো একটি সত্য আছে। তা হলো একজনেরই চৌদ্দ মত। যখন যে দিকে সুবিধা পাওয়া যাবে মতও সেইদিকে যাবে। এজন্য জরিপের ফলাফল দিয়ে সঠিক ধারণা পাওয়া কঠিন। পৃথিবীর উন্নত দেশের মানুষের মধ্যে জরিপের ফলাফল ৯০-৯৫ ভাগ সঠিক হতে দেখা যায়। জরিপকৃত ফলাফলের সঙ্গে প্রকৃত ফলাফলের পার্থক্য ঘটে উনিশ/বিশ। যদি জরিপের পরবর্তিতে অবস্থাগত দিকের ব্যাপক পরিবর্তন না হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে জরিপের ফলাফলের সঙ্গে বঙ্গোপ সাগরের এপার ওপার পার্থক্য দেখা যায়। এর উল্লেখযোগ্য কারণ হচ্ছে- জরিপ সংস্থা ম্যানিপুলেশনের উদ্দেশ্য নিয়েই কাজটি শুরু করে মানুষকে প্রভাবিত করার জন্য। দ্বিতীয় কারণ হচ্ছে সুবিধা বিবেচনায় বিশাল অংশ মত দিয়ে থাকে। এখন একটা মত দিলাম একটু পরে পরিবর্তন করলাম। আন্তর্জাতিক একটি সংস্থা ২০০৬ সালে এবিষয়ে একটি গবেষণা করেছিল। তাতে দেখা যায় বাংলাদেশের গড়ে প্রায় ৪০-৪৫ ভাগ মানুষ এই দলে অন্তর্ভূক্ত। এছাড়াও অনেক কারণ রয়েছে। কিন্তু কমন স্বার্থের ক্ষেত্রে খুব একটা হেরফের হয় না।

যাইহোক আরিফুল হক বিএনপির প্রার্থী। এটা অনেক আগেই চাউর হয়েছিল। মানুষ এটা জেনে স্বতস্ফূর্তভাবে মোবাইলে ঘনিষ্ঠজনদের মধ্যে মতামত ব্যাক্ত করেছে। এরকম ৫০০ জনের মতামত রেকর্ড করা হয়েছে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে। তাতে দেখা গেছে এবারে ৬০ ভাগ ভোটার তাদের ভোট দেয়ার ক্ষেত্রে ব্যাক্তিকে বিবেচনায় নি্বে না। তারা ভোট দেবে দেশের বর্তমান অবস্থার পরিবর্তনের জন্য।

বিষয়: বিবিধ

১৬৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File