যে কারনে জামাতের সমর্থন বিএনপির কোন কাজে লাগবে না।
লিখেছেন লিখেছেন তায়িফ ২৬ মে, ২০১৩, ০৩:৩৯:১২ রাত
সিলেট ১ আসন কিংবা সিলেট সিটির ভোটারর কখনও নির্দষ্ট কাউকে বা কোন দলকে ভোট দেয় না।
সিলেট ১ আসনে যে নির্বাচিত হত সে আসামের সরকার গঠণ করত। পাকিস্তান প্রিয়ড, বাংলাদেশ প্রিয়ডের সময়ও এর ব্যতিক্রম ঘটেনি।
যোগ্য প্রার্থী না পেয়ে সিলেট বাসী পাগলা ছয়ফুল উরফে ছক্কা ছয়ফুর চ্যায়ারম্যান বানিয়েছে।
বিগত বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থেকে এম এ হক কে নির্বাচিত করতে পারে নি। কারন হক থেকে কামরান অনেক যোগ্য তাই জামাত সকল ভোট কামরানের বাক্সে পরেছে।
তত্ত্বাবধায়ক সরকারের সময় কামরানের ধারে কাছেও কেউ যেথে পারে নি।
সিটি কর্পোরেশন একটি স্থানীয় নির্বাচন তাই স্থানীয় নির্বাচনে কোন দল কাকে সমর্থন দিল তার থেকে বেশী ব্যক্তি ইমেজ কাজ করে বেশী ।
তাই কামরান এবং আরিফের মধ্যে যদি তুলনা করা হয় ।
তবে আরিফ একটা নাম করা সন্ত্রাসী নির্বাচিত হলে সিলেটকে লক্ষীপুর ফেনীর মত সন্ত্রাসের জনপদে পরিণত করবে। কামরান আর গরীবকে সাহায্য করেন, বিপদে পাশে পাওয়া যায় সন্ত্রাস লালন করেন না। কিন্তু আরিফ নির্বাচিত হলে কোন গরীব একটা টাকাও পাবে না বরং পুরো সিলেটকে গিলে খাবে ।
১৮ দল এবং মহাজোট যদি এক সাথে সন্ত্রাসী আরিফকে সমর্থন দেয় তারপরও কেউ সিলেটকে সন্ত্রাসের জনপদ হতে দিবে না। সিলেটবাসী আরিফকে প্রতিরোধ করবে।
তাই দু:খীত জামাত আপনারা জোবায়ের ভাইকে বসিয়ে দিয়ে সিলেটে সন্ত্রাস কায়েম করতে পারবেন না। সিলেটবাসী জীবন দিয়ে হলেও আপনাদের আরিফ গুন্ডাকে প্রতিহত করবে।
যেহেতু জোবায়ের ভাই নেই, মনে অনেক কষ্ট। গুড লাক কামরান ।
বিষয়: বিবিধ
১৩২৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন