অবকাশ

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ০২ জানুয়ারি, ২০১৪, ১১:১৫:৩৮ সকাল



বোধের ঘরে বাঁধার পাহাড়, গড়েছি বহুবার, কত-শত

মিথ্যে আশায় বুক বেঁধেই, হেরেছি সর্বকালে অবিরত

পেরিয়ে এসেছি অপর সৌর-বছর, একটু একটু করে

তথাপিও, মুমিন-মুসলিম হতে পারিনি, পাক দরবারে

.

এক্ষনেও দিয়াছো অবকাশ আমায়, পরম মমতা ভরে

কেমনে জানাই শুকরিয়া, ওগো মালিক তোমারি ‘পরে

কত পাপের বোঝা বয়ে বয়ে, গড়েছি কালিমার পাহাড়

আঁখি জলে ভিজে ভিজে, জায়নামাজ হচ্ছে একাকার!

.

দ্বীনের পথে দ্বীনের তরে, কভূ করিনি উৎসর্গ, নিজকে

বিদায় ক্ষনে কেমনে দেখাবো মুখ, শুদ্ধ ফেরেশ্তাকূলকে

আরশ দরবারে হাজির হয়ে, কি হবে জানি, প্রশ্ন-জবাব!

আমলের খাতা জুড়ে ধূ ধূ মরুভূমি; পূন্যের ঘোর অভাব

.

বৃষ্টি হয়ে ঝরছেই দেখো আহাজারি, শুধু তোমারি ভয়ে

একনিষ্ঠ সিজদায় লুটিয়েছি এইবার, তব কুদরতি পায়ে

এই অশ্রুফোঁটার উসিলায় হলেও, ক্ষমো মোরে হে প্রভূ

পাপ-পংকিলতা-প্রবৃত্তিতে মগ্ন হতে, না যাই ফিরে কভূ

.

মাশরেক থেকে মাগরেবে, খুঁজে পাই তোমার যত শান

শীমাল থেকে জুনুবেও শিখি; তুমি এক, তুমি অফুরান

মাফ করে দাও রহিম-রহমান, দূর করে দাও যত দৈন্য

আলোকধন্য করে, বানাও রসূলের(সঃ) আদর্শের সৈন্য

.

অসীম রহম ধারায় অবগাহিত করো, নাদান-অভাগারে

ব্যাথার প্রদীপ জ্বললেও যেন নিত্য স্মরি, শুধুই তোমারে

ওগো আল্লাহ্‌! জানি, তুমিই খালিক! তুমি মহা মহিয়ান!

কঠিন সংকটেও যেন না হারাই, তব মহাব্বাত-অফুরান

.

যত সলাত-সিয়াম-ঈবাদাত, সব’ই এক তোমার তরে

প্রচেষ্টার সবকিছু কবুল করে হলেও, দাও ক্ষমায় ভরে

অশ্রু ফোঁটাগুলো মুছে দাও, কান্নাগুলো কবুল করে নাও

অগনন প্রিয় বান্দাদের দলে, আমাকেও একটু ঠাঁই দাও

______________________________________________

রচনাকালঃ ০১.০১.২০১৪ ঈসায়ী

[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]

বিষয়: বিবিধ

১৪৭৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158339
০২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৯
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫০
113135
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : আলহামদুলিল্লাহ! Happy

অনেক অনেক ধন্যবাদ
158437
০২ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪০
ভিশু লিখেছেন : সুন্দর বাসনাগুলো...Happy Good Luck
০৩ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৪
113272
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : আল্লাহ যেন কবুল করে নেন। আমীন Praying Praying
158466
০২ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৭
ধ্রুব নীল লিখেছেন : অনেক সুন্দর Rose Rose Rose
০৩ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২৬
113283
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : আলহামদুলিল্লাহ!Happy Happy আল্লাহ্‌ আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমীন Praying Praying
158548
০৩ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১০
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৭
113307
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : আল্লাহ্‌ আমাদের সকল অনাচার থেকে রক্ষা করুন। আমীন। Praying Praying ধন্যবাদ পাশে থাকার জন্যHappy Happy
158784
০৪ জানুয়ারি ২০১৪ রাত ১২:৪৬
বৃত্তের বাইরে লিখেছেন : আল্লাহ্‌ আমাদের সবার প্রচেষ্টাগুলোকে কবুল করে নিন। ভালো লাগলো Rose Good Luck
০৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৫
113692
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : আমীন ইয়া রব! Praying Praying যাজাকুমুল্লাহু খাইরান Love Struck Love Struck
159523
০৬ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৫১
অজানা পথিক লিখেছেন : কচি-কিশোর-যুবক বুড়ো
কোন বয়স মন্দ না
থাকতে সময় করো সবাই
মহান প্রভুর বন্দনা।
০৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪০
114177
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন :
পুরো বিশ্বটাই আমার স্বদেশ,
অনেক অনেক ভালোবাসি তাকে,
যেখানেই আছে মুসলিম ভাই,
প্রেমের বন্ধনে বাধা, সে পাঁকে।


যাজাকাল্লাহ, ভাইয়া Love Struck
173998
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১০
মুমতাহিনা তাজরি লিখেছেন : খুব সুন্দর হয়েছে।যাজাকাল্লাহ।
১৪ মার্চ ২০১৪ দুপুর ১২:২৮
143007
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : আল 'হামদুলিল্লাহ! Happy
বারাকাল্লাহু ফীক Praying Praying
শুভেচ্ছা জানবেন, আপু। Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File