এমন ধরা আর কখনো খায়নি জামায়াত...........................
লিখেছেন লিখেছেন মেজর জলিল ০২ জানুয়ারি, ২০১৪, ১১:২৩:৩৮ সকাল
এই লেখাটি গতকাল(০১/০১/২০১৪) বাংলা নিউজ২৪.কম শিরোনাম করেছে। এই অনলাইন পত্রিকাটি আওয়ামী ও বাম ধারার অপ সাংবাদিকতা করে।আর জামায়াত সম্পর্কে এটা তাদের বিশ্লেষন।আমি আমার মতামত তুলে ধরার চেষ্টা করছি। হিসাববিজ্ঞানের ছাত্র হিসাবে মার্কেটিং ও পড়তে হয়েছে। সেখানে " ফ্রেম অফ রেফারেন্স " নামে একটি বিষয় ছিল, যার মুল বিষয়টা হল দৃষ্টিভঙ্গি। বিষয়টা এমন- টেবিলের উপর একটি গ্লাস অর্ধেক পানি দ্বারা পুর্ন। এখন এই পানির গ্লাস সম্পর্কে কয়েকজনকে মন্তব্য করতে বলা হলে কেউ বলবে গ্লাসের অর্ধেক খালি, আবার কেউ বলবে গ্লাসের অর্ধেক পানি।এখানে এক মন্তব্যকারির সাথে অপর মন্তব্যকারীর পার্থক্য দৃষ্টিভঙ্গির।একজন পজেটিভ দৃষ্টিভঙ্গির আর আরেকজন নেগেটিভ দৃষ্টিভঙ্গির। বাংলানিউজ২৪.কম সেই নেগেটিভ দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটিয়েছে। যা তাদের স্বভাবজাত বৈশিষ্ট্য।
আমি মনেকরি এই আওয়ামী বাম সরকারের আমলে জামায়াতের দক্ষতার, প্রজ্ঞার, সাহসের, কৌশলের, শিক্ষার, মানের যে অর্জন হয়েছে তা এই বাংলাদেশের আগের কোন সরকারের আমলে হয়নি।এই আমলে জামায়াত-শিবিরের যে প্রচার হয়েছে তা আশার থেকেও অনেক বেশী। অবশ্য সরকারকে এজন্য জামায়াতের পক্ষ থেকে ধন্যবাদ দেয়া উচিত।
যুদ্ধাপরাধ নামে একটা ভুয়া ব্যবসা চালিয়ে আসছিল আওয়ামীলিগ ও বাম দলগুলো। যার পুজি ছিল মিথ্যা প্রচার। এই সরকারের আমলে সরকার সেই পুজি ও হারাল।অনেক সমর্থকের মনেও একটা ভুল প্রশ্ন ও জাগিয়েছিল এই বামেরা। কিন্তু আজ এই প্রহসনের বিচার ব্যবস্থার মাধ্যমে তারাই প্রমান করে দেখিয়েছে জামায়াত নেতাদের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা। এখন আর কারো মনে কোনদিন ও প্রশ্ন আসবেনা ১৯৭১ সালের ভূমিকা নিয়ে। জ়ামায়াতের জন্য যে এটা কত বড় উপকার তা বামেরা হয়তো বুঝেনি।
ওরা শহবাগ তৈরি করল ভালো কথা, ওরা ভেবেছে ওরা জিতেছে। না জেতেনি, জিতেছে জামায়াত শিবির।কারন শাহবাগ না হলে আমরা নাস্তিক থাবা বাবা কে পেতামনা,শাহবাগ না হলে আমরা জানতামনা কারা বা কোন দল ধর্ম বিরোধী, শাহবাগ না হলে জানতামনা চেতনাধারীরা কত অশ্লীল, বেহায়া।শাহবাগ না হলে আমরা জানতামনা কিভাবে বাম নাস্তিকেরা রাতের আধারে ছেলে মেয়া এক সাথে কাটায়, কিভাবে প্রকাশ্যে নেশা করে।শাহবাগের মাধ্যমেই চেতনাধারিদের আসল নিকৃস্ট চেহারাটি প্রকাশ পেয়েছে।শাহবাগ না হলে আমরা জানতামনা কিভাবে রায়কে চাপ প্রয়োগ করে পালটানো যায়।
জামায়াত শিবির ময়দানে কৌশলের ক্ষেত্রে পাকা হয়েছে, এই দেশবাসীর মনে অধিকার আদায়ের সপ্ন দেখিয়েছে।দেশবাসীর কাছে আন্দোলনের একমাত্র ভরসা এই জামায়াত শিবির।শিবির যে অন্যায়র সাথে আপস করতে জানেনা তার প্রচার এই সরকার ই করেছে। শুধু এই বাংলাদেশ না,পৃথিবির বিভিন্ন দেশে জামায়াত শিবিরের সমর্থক বেড়েছে এই সরকারের আমলে ই।সারা বিশ্ব দেখেছে জামায়াত শিবির মৃত্যুকে আলিঙ্গন করে কিভাবে খোদার পথে লড়াই করে।
স্কাইপ কেলেংকারী ও শাহবাগের বিরিয়ানি আর গাজা সেবনের দৃশ্যের মাধ্যমে দেশবাসি জেনেছে কারা জামায়াত শিবির করে আরা কারা আওয়ামি বাম চেতনাধারি।জামায়াতের সাথে নাস্তিকদের পার্থক্য দেখেছে দেশবাসী।
তবে আমি মনে করি জামায়াতের সবচেয়ে বড় অর্জন হল যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগ থকে মুক্তি, যার
ওরা শহবাগ তৈরি করল ভালো কথা, ওরা ভেবেছে ওরা জিতেছে। না জেতেনি, জিতেছে জামায়াত শিবির।কারন শাহবাগ না হলে আমরা নাস্তিক থাবা বাবা কে পেতামনা,শাহবাগ না হলে আমরা জানতামনা কারা বা কোন দল ধর্ম বিরোধী, শাহবাগ না হলে জানতামনা চেতনাধারীরা কত অশ্লীল, বেহায়া।শাহবাগ না হলে আমরা জানতামনা কিভাবে বাম নাস্তিকেরা রাতের আধারে ছেলে মেয়া এক সাথে কাটায়, কিভাবে প্রকাশ্যে নেশা করে।শাহবাগের মাধ্যমেই চেতনাধারিদের আসল নিকৃস্ট চেহারাটি প্রকাশ পেয়েছে।শাহবাগ না হলে আমরা জানতামনা কিভাবে রায়কে চাপ প্রয়োগ করে পালটানো যায়।
জামায়াত শিবির ময়দানে কৌশলের ক্ষেত্রে পাকা হয়েছে, এই দেশবাসীর মনে অধিকার আদায়ের সপ্ন দেখিয়েছে।দেশবাসীর কাছে আন্দোলনের একমাত্র ভরসা এই জামায়াত শিবির।শিবির যে অন্যায়র সাথে আপস করতে জানেনা তার প্রচার এই সরকার ই করেছে। শুধু এই বাংলাদেশ না,পৃথিবির বিভিন্ন দেশে জামায়াত শিবিরের সমর্থক বেড়েছে এই সরকারের আমলে ই।সারা বিশ্ব দেখেছে জামায়াত শিবির মৃত্যুকে আলিঙ্গন করে কিভাবে খোদার পথে লড়াই করে।
স্কাইপ কেলেংকারী ও শাহবাগের বিরিয়ানি আর গাজা সেবনের দৃশ্যের মাধ্যমে দেশবাসি জেনেছে কারা জামায়াত শিবির করে আরা কারা আওয়ামি বাম চেতনাধারি।জামায়াতের সাথে নাস্তিকদের পার্থক্য দেখেছে দেশবাসী।
তবে আমি মনে করি জামায়াতের সবচেয়ে বড় অর্জন হল যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগ থকে মুক্তি, যার সহযোগীতা করেছে এই সরকার।
তাই সবশেষে আবারো "ফ্রেম অফ রেফারেন্স" মতে আমি ঐ গ্লাসটিতে অর্ধেক পানি দেখতেছি।যা আওয়ামি ও বামেরা অর্ধেক খালি দেখতেছে।
বিষয়: বিবিধ
১২৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন