দৃপ্ত সততা

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ২২ এপ্রিল, ২০১৩, ১১:০৩:১১ রাত

হযরত আব্দুল্লাহ ইবনুল মোবারক (রাহঃ) তাঁর পিতার এক ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, আমার পিতা কোন এক লোকের বাগানে মালীর কাজ করতেন। বহুদিন তিনি ঐ বাগানেই বসবাস করেন। একদা তাঁর মালিক বাগানে এসে তাঁর নিকট মিষ্টি আনার চাইলেন। তিনি কোন এক গাছ হতে একটি আনার নিয়ে তাঁর হাতে তুলে দিলেন। আনারটি ছিলো খুবই টক। তাই তিনি রেগে বললেন, আমি তোমার কাছে মিষ্টি আনার চাইলাম আর তুমি আমাকে টক আনার দিলে? যাও মিষ্টি আনার নিয়ে এসো। তিনি অন্য একটি গাছ থেকে আরেকটি আনার আনলেন। ঘটনাক্রমে সেটাও খুব টক ছিলো। মালিক এতে আরো বেশি রেগে গেলেন। তৃতীয়বারও একই ঘটনা ঘটলো। তখন,

মালিক : তুমি কি জানো না কোন গাছের ফল মিষ্টি, আর কোন গাছের ফল টক?

মোবারক : না জানি না।

মালিক : কেন ?

মোবারক : কিভাবে চিনবো? আমি তো কখনো তা খেয়ে দেখিনি।

মালিক : কেন খাওনি?

মোবারক : আপনি তো আমাকে কখনোফল খাওয়ার অনুমতি দেননি।

অতঃপর মালিক তাঁর কথার সত্যতা যাচাই করে আসল রহস্য বুঝতে পেরে খুবই অবাক হলেন এবং স্বীয় কন্যাকে তাঁর সাথে বিবাহ দিলেন। আব্দুল্লাহ ইবনুল মোবারক এই নারীর গর্ভেই জন্ম গ্রহণকরেন।

{ওয়াফাআতুল আয়ান : ২/১৬} [ সংগৃহীত ]

বিষয়: বিবিধ

১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File