ইসলামাইজড এনড্রোয়েড -- পর্ব ১
লিখেছেন লিখেছেন Proযুক্তি ২২ এপ্রিল, ২০১৩, ১১:০৫:৩৩ রাত
এখন সবচেয়ে বড় জোকস্ হল, কম্পিউটার মোবাইল আমাদের সময় বাচাইতে আসছে। ঘন্টার পর ঘন্টা চলে যায় এইগুলোর পিছনে। আর যদি হোন প্রযুক্তিপ্রেমিক, আর তো কথায় নাই। কিন্তু একটু ভালভাবে কাজে লাগাতে পারলে এর চেয়ে ভাল ডিভাইস হতে পারেনা।
যাই হোক, এনড্রোয়েড ব্যবহার প্রায় এক বৎসর না আরেকটু বেশি হবে ব্যবহার করতেছি। অনেক ঘাটাঘাটি করছি সফটওয়্যার নিয়ে, আজকে ইসলামিক সফটওয়্যার নিয়ে আপনাদের কাছে কিছু শেয়ার করব যেগুলো আমার কাছে কাজের মনে হয়েছে। শুরু করা যাক।
কুরআনঃ
সবাই iQuran lite ইন্সটাল করে রাখে। খুবই ভাল কিন্তু আমাদের দেশে আমরা যে ফন্টে কুরআন পড়তে অভ্যস্ত ঐটার সাথে খুব একটা মিলে না।
একদম আমাদের ফন্টে পড়তে চাইলে এইটা ইন্সটাল দিতে পারেন।
Holy Quran- القرآن الكريم
Nexus 7 বা যদি ট্যাব থাকে তাহলে একদম পুরা হার্ড কপি কুরআনের স্বাদ পাবেন।
বুকমার্ক সহ বেসিক সব কাজ করতে পারবেন।
মোবাইলটা যদি ভাল হয় আর যথেষ্ঠ জায়গা থাকে তাহলে এইটা ব্যবহার করতে পারেন।
iTajweed
এইটাতে যে সুবিধা পাবেন, এইখানে গুন্না, ইদগাম, কলকালা, ইখফা গুলো বিভিন্ন রং এ দেওয়া। পড়ার সময় সহজেই এই নিয়ম গুলো আলাদা করা যাবে।
বাংলা অনুবাদ সহ পড়তে চাইলে এই সফটওয়্যারটা খুব ভাল
Quran Bangla
অনেকটা iQuran এর মত। বুকমার্কতো আছেই, আর পড়ার সময় কিছু মনে আসলে আয়াতের নিচে ছোট খাট নোট লিখতে পারবেন।
আর সবচেয়ে শক্তিশালী সফটওয়্যার কুরআনের জন্য আমার দেখা হল Quran Android
অনেক ভাষা সাপোর্ট করতে পারে। আর বাংলার জন্য আল্লামা মহিউদ্দিন খানের অনুবাদটি আছে। খুবই কাস্টমাইজেবল। ইচ্ছা করতে শুধু করআন পড়তে পারেন অথবা শুধু অনুবাদ পড়তে পারেন। আর কুরআন+ অনুবাদ তো পারবেনই।
তবে এটি একেবারে ইউজার ফ্রেন্ডলিনা সবার জন্য। একটু হালকা গুতাগুতি করে নিজের চাহিদা মত সেট করে নিতে হয়।
এই গেল কুরআন নিয়ে। এর পর অপেক্ষায় থাকুন কিভাবে আমি এনড্রোয়েড দিয়ে ইসলামের বিভিন্ন কাজ গুলো নিয়মিত করতে পারি।
বিষয়: বিবিধ
২২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন