মাতা, মাতৃভূমি

লিখেছেন লিখেছেন এস আর চৌধুরী ০২ এপ্রিল, ২০১৩, ০২:২২:০০ দুপুর

মাগো,

আমি তোমার এক হতভাগ্য ছেলে

অযোগ্য অক্ষম নাদান, জ্বলছি তেলে ।

তোমার সন্তানেরা আজ সকলে

বড় বেপড়োয়া, বড় অসহিষ্ণু,

বিভক্ত হয়েছে যেন দু’টি দলে ।

আমি দাঁড়িয়ে বেদনাবিধুর শুণ্য বুকে,

অসহায় অপলক চোখে,

মরি ভগ্নহৃদয়ে ধুঁকে ধুঁকে ।

দেখো মাগো আজি এ কেমন ক্ষণ,

ভাইয়ে ভাইয়ে সেতো বাঁধিয়েছে রণ,

আমি সেথা এক

নিরব দর্শক শুধু ।

বঙ্গবন্ধু এ্যাভিনিউ আর নয়াপল্টন,

সরে গেছে আজি লক্ষ-যোজন,

হতাশার মহাসমুদ্র,

মরুভূমি ধুঁধুঁ ।

আমি সেথা হায় মরিচিকা পিছে,

ঘুড়িতেছি শুধু কাঁদিতেছি মিছে,

এক মহাতৃষ্ণার্ত,

মুমূর্ষ মৃদু ।

বিয়াল্লিশ বছরের স্বাধীন জীবনে

তুমি কি দেখেছো কখনো

এমন ঝর?

উত্তর মেরু, দক্ষিণ মেরু

হয়েছে কি কভু

বাধ সাধাসাধি,

এমন পর?

এমন কি কেউ নেই,

তোমার মাঝে ?

অদম্য স্পৃহা, ভালোবাসা,

মাতৃভূমি গড়ার অঙ্গিকার,

হৃদয়ে যার,

সকাল, দুপুর, সাঁজে ।

রচিবে সেঁতুবন্ধন,

সমঝোতা, ভালোবাসা,

দেশের জন্য ।

জাতি-ধর্ম নির্বিশেষে,

বিভেদ, বৈষম্য মিলবে হেসে,

মানবতার জন্য ।

বিষয়: বিবিধ

১১১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File