স্বপ্ন ভাইয়ের কাছে যা শিখল - ১

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ১৫ অক্টোবর, ২০১৪, ১০:৩৬:১৪ রাত

একদিন স্কুল ছুটির পর স্বপ্ন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল বাসায় ফেরার জন্য। সেখানে পৌঁছার পর অপেক্ষা করতে লাগল বাস আসবে বলে। এমন সময় লক্ষ্য করল, তার পাশেই একদল ছেলে কোনো একটি বিষয় নিয়ে কথা বলছে। তাদের মধ্যে একটি ছেলে খুব উচ্চস্বরে কথা বলছিল। তার হাতে একটি ইলেকট্রনিক্স খেলনা গাড়ী ধরা ছিল। স্বপ্ন খুব কৌতুহলী হয়ে সেদিকে লক্ষ্য করল এবং তারা যা বলছিল সেটা বুঝতে পারল।

ছেলেটি উচ্চস্বরে বলছিল, তার নাম ফাহিম। সে তার বন্ধুদেরকে তার দামী শার্ট ও গাড়িটা দেখাচ্ছিল।

স্বপ্ন যখন বাড়িতে ফিরে আসল, অনেক ভেবেও কোনো কূল-কিনারা খুঁজে পেল না কেন ছেলেটা এমন করল। স্বপ্নকে চিন্তামগ্ন দেখে তার বড় ভাই মাহী একটু অবাক হলো। সে এর কোনো কারণ খুঁজে পেল না। অবশেষে সে স্বপ্নর পাশে বসে পড়ল।

তোমার কী হয়েছে, স্বপ্ন? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কী কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা করছ?

স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমি একটা ছেলেকে দেখলাম। সে তার বন্ধুদের সাথে তার দামী শার্ট ও সুন্দর খেলনা গাড়িটা নিয়ে খুব জোড়ে জোড়ে কথা বলছিল। সে সত্যি সত্যিই পাগল হয়ে গেছিল। তার মাথায় একটি বারের জন্যেও এলো না যে, এভাবে বলা ঠিক নয়। কারণ তার বাবার সামর্থ্য আছে তাই সে কিনতে পেরেছে। কিন্তু অন্য সকলের তো তা নেই। এমন কথা শুনলে তারা কষ্ট পেতে পারে। আমি মনে করি, তার এ আচরণ ভীষণ ভুল ছিল।

তুমি ঠিকই বলেছ স্বপ্ন। ছেলেটি যা করেছে তার সম্পূর্ণটাই ভুল ছিল। আল্লাহ আমাদের একেক জনকে একেক রকমের নেয়ামত দান করেছেন। এই যে কারো বেশি অর্থ-সম্পদ, কারো বেশি সৌন্দর্য, রূপ-লাবণ্য কিংবা বেশি সম্পত্তি বা ক্ষমতা - এ গুলো কিন্তু ঐ ব্যক্তির যোগ্যতা দ্বারা অর্জিত হয়নি। বরং আল্লাহ আমাদের ব্যক্তিভেদে নেয়ামতের পার্থক্য করেছেন পরীক্ষা করার জন্য। তাই অর্থ বা সম্পদ নিয়ে কারো গর্ব বা বড়াই করা ঠিক না। তিনি কাউকে অঢেল দিয়েছেন, কাউকে কম দিয়েছেন বা দেননি, আবার কাউকে দিয়েও কেড়ে নিয়েছেন। এর কারণ কী জানো?

কী কারণ ভাইয়া? স্বপ্ন খুব আগ্রহ সহকারে জানতে চাইল।

কারণ হলো, মানুষের ঈমান পরীক্ষা করা। আমরা প্রচুর নেয়ামত পেয়ে তার শুকরিয়া আদায় করি কি না কিংবা যার নাই সে ধৈর্য ধরে আল্লাহর উপর ঈমান রাখে কি না, সেটা পরীক্ষা করাই আল্লাহর উদ্দেশ্য। অর্থাৎ, এ ধরণের পরিস্থিতিতে আমরা কী প্রতিক্রিয়া দেখাই সেটা পরীক্ষা করাই মূল বিষয়।

বিষয়: সাহিত্য

১৩০২ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274774
১৫ অক্টোবর ২০১৪ রাত ১১:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
তবে ছোটদের জন্য ভাষা আরো সহজ করা দরকার মনে করি।
১৬ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৩
218755
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ।
274776
১৫ অক্টোবর ২০১৪ রাত ১১:১৮
দিশারি লিখেছেন : ভালো লাগলো
১৬ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৪
218756
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ।
274777
১৫ অক্টোবর ২০১৪ রাত ১১:২২
সাদিয়া মুকিম লিখেছেন : শিক্ষনীয় বিষয়টি তুলে ধরার জন্য শুকরিয়া Good Luck
১৬ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৪
218757
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ।
274849
১৬ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪০
বুড়া মিয়া লিখেছেন : শুরুটা ভালোই হয়েছে ..
১৬ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫৯
218843
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ।
274923
১৬ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩০
প্রবাসী আশরাফ লিখেছেন : চমৎকার শিক্ষনীয় একটি বিষয় উপস্থাপন করেছেন। ভাল লাগলো।
২০ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২২
220246
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ আশরাফ ভাই। গত ৪/৫ দিন আমি অনেক চেষ্টা করেও এই ব্লগে ঢুকতে পারছিলাম না। যাক, অন্য লেখাগুলোও পড়ুন এবং বলুন যে ছোট্ট সোনামনিদের জন্য বই বের করলে তাদের কোনো কাজে লাগবে কি না...
274993
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪০
নূর আল আমিন লিখেছেন : যাযাকুমুল্লাহু খাইরান
২০ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২২
220248
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমীন।
275200
১৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : শিক্ষনীয় বিষয়টি তুলে ধরার জন্য শুকরিয়া!
২০ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২৩
220249
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ লায়লা আপু। গত ৪/৫ দিন আমি অনেক চেষ্টা করেও এই ব্লগে ঢুকতে পারছিলাম না। যাক, অন্য লেখাগুলোও পড়ুন এবং বলুন যে ছোট্ট সোনামনিদের জন্য বই বের করলে তাদের কোনো কাজে লাগবে কি না...
288074
২৫ নভেম্বর ২০১৪ রাত ১১:৩৮
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর লিখা ,পড়ে ভালো লাগলো
289789
৩০ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪৬
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আবারও ধন্যবাদ, সঙ্গে থাকার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File