নেতা-নেত্রীদের জন্ম এবং মৃত্যুদিবস পালন নিয়ে বিতর্ক

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ১৯ আগস্ট, ২০১৪, ১০:১০:০০ সকাল

জন্মদিন এবং মৃত্যুদিবস পালনের নামে আমাদের দেশে যা হচ্ছে তা কখনোই ইসলাম সমর্থন করে না। আর একজন মুসলমান হিসেবে আমাদের অবশ্যই ইসলামের বিধি-বিধান পালনের ব্যাপারে কঠোর এবং সতর্ক হওয়া উচিত। যে সকল বিষয় চর্চাকে আমাদের সামাজিক অনুষঙ্গ হিসেবে বিবেচনা করা হয় তা যদি আল্লাহর দেয়া বিধানের পরিপন্থী হয় তাহলে সেটা পালনের নামই বিদআত। যারা বিদআত সৃষ্টিকারী তাদের কঠিন আযাব ভোগ করতে হবে।

জাতীয় নেতা-নেত্রীদের নামে কলংক লেপনের চেষ্টা অত্যন্ত জঘন্য রুচির পরিচায়ক। যে কোনো ইস্যুতে একজনের সাথে আরেকজনের মতদ্বৈততা থাকতেই পারে কিন্তু তার অর্থ এটা নয় যে, তার চরিত্র হরণের জন্য সচেষ্ট হতে হবে। কেন আমরা ধৈর্য আর সহনশীলতা দেখাতে ব্যর্থ হই প্রতিটি ক্ষেত্রে?

কে কার বিরুদ্ধে বলেন? কে কাকে হেনস্থা করার জন্য লিপ্ত থাকেন? কে কাকে হুমকী দেন, গুম করেন, খুন করেন? একটু ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধেই কী আমরা ষড়যন্ত্র করছি না? কিন্তু কেন? কী লাভ? দম ফুরোলেই সব শেষ। একবার চিন্তা করে দেখুন তো, সারা জীবন কী অর্জন করলেন আর কী নিয়ে ফিরে যাবেন? কী জবাব দেবেন সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে?

খাও দা্ও ফুর্তি করো আর সুযোগ বুঝে অন্যের ...... বাঁশ দাও, এভাবেই কী জীবন চলবে? রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে একটু চিন্তা করুন, আপনার অতীতের মূল্যায়ন আপনি নিজেই করুন। দেখুন, হিসাবের খাতায় কোন্ পাল্লা ভারী হয়।

বিষয়: বিবিধ

১৪০৮ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255817
১৯ আগস্ট ২০১৪ সকাল ১০:৪০
নাবিলা লিখেছেন : ভালো লাগলো
১৯ আগস্ট ২০১৪ দুপুর ১২:২৪
199420
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ।
255834
১৯ আগস্ট ২০১৪ দুপুর ১২:২২
কাহাফ লিখেছেন : বাচার যেখানে গ্যারান্টি নাই সেখানে আবার দিবস নিয়া টানা-টানি...............।
১৯ আগস্ট ২০১৪ দুপুর ১২:২৫
199421
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : এ জাতীয় দিবস পালন এড়ানো উচিত।
255888
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪৩
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : এইটা বললেতো দেশ ছাড়া লাগবে ভাই।
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৩
199470
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : কেন ভাই দেশ ছাড়তে হবে?
255918
১৯ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০১
আহ জীবন লিখেছেন : মানুষ মারার আরও একটা অস্ত্র এটা।

একসময় ছিল আম খাওয়ার ছুরি। দিনে দিনে এটা এটম বম্ব হচ্ছে (বানাচ্ছে)।

একটা সময় আসবে যখন অন্যান্য মাসের চেয়ে এই মাসে মারামারি (মৃত্যু) বেশি হবে।
(এটা শুধুই আমার ধারনা)।
১৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৫
199518
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমাদের উচিত এ জাতীয় ঘটনাকে এড়িয়ে যাওয়া।
256038
১৯ আগস্ট ২০১৪ রাত ০৮:৪১
চিরবিদ্রোহী লিখেছেন : আমার দাবী, ১৫ই আগস্টে সারা দেশ ব্যাপি জন্মদিন, বিয়ে, মুসলমানী, গায়ে হলুদ, গায়ে মরিচ সহ সব খুশির অনুষ্ঠান বাতিল করা হোক, এবং শিআদের মতো মাতম মিছিল বের করা হোক। পাশাপাশি ১৫ই আগষ্টে সন্তান জন্মদানের বিরুদ্ধে কঠোর আইন জারি করা হোক, যার বেশি জরুরী লাগবে, সে দরকার হলে ছিপি দিয়ে রাখবে, তাও পয়দা করতে পারবে না। হাজার হলেও বাপের মরণ দিবস বইলা কথা!!!!
১৯ আগস্ট ২০১৪ রাত ১০:১৯
199611
বুড়া মিয়া লিখেছেন : Rolling on the Floor
১৯ আগস্ট ২০১৪ রাত ১০:২১
199617
চিরবিদ্রোহী লিখেছেন : হাইসেন না বুড়া মিয়া, হাসলে কিন্তু একেবারে মানবতা বিরোধী অপরাধ মামলা। Time Out Time Out Time Out
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১৭
200015
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ভাই, এতটা রূঢ় হওয়া ঠিক না।
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০০
200038
চিরবিদ্রোহী লিখেছেন : কিযে কন ভাই, হমু না!!!! হাজার হইলেও জাতির আব্বার মরণ দিবস বইলা কথা......
256080
১৯ আগস্ট ২০১৪ রাত ১০:১৯
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৪
201096
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ।
256505
২০ আগস্ট ২০১৪ রাত ১১:০২
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বাংলাদেশটা তো মুসলিম দেশ না! ইসলামী দেশও নয়! বর্তমানে বাংলাদেশের অবস্থা হচ্ছে সংখ্যা গরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশ!এতে এ এল তথা আল্লাহর লায়ানত পার্টির অপশাসনে দিন দিন ধর্মহীন মানুষের সংখ্যা বরকত হচ্ছে, নন রিলিজিয়াস মুসলিমের সংখ্যা যে হারে বেড়েছে তাতে আপনাদের এসব উপদেশ নিয়ে হাসি ঠাট্টাতামাসা করার মানুষগুলো শিয়ালের গর্তে লুকিয়ে থাকছে না।
আগে মুসলিম আথবা ইসলামী দেশ গড়ার চিন্তা করেন! তার পর উপদেশ খয়রাত বিতরণ কইরেন মশাই।
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৬
201097
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : কী গাঞ্জাম লাগাইলেন ভাই। আগা মাথা ঠিক বুঝলাম না।
257009
২২ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৩
সত্য প্রিয় বাঙালী লিখেছেন : জন্মদিবস ও মৃত্যু দিবস পালন করা বিদ'আত। এ থেকে দূরে থাকাই বাঞ্চনীয়।
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৬
201098
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ঠিক বলেছেন।
258340
২৬ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪২
আজিম বিন মামুন লিখেছেন : আপনার চিন্তাগুলো এরা করলে কখনোই ক্ষমতার জন্য কাড়াকাড়ী না করে উল্টো ক্ষমতা নিতেই ভয় পেত খোদার দরবারে জবাবদিহির ভয়ে।দেশে খুন/ধর্ষন থাকত না।
জাযাকাল্লাহ।
২৬ আগস্ট ২০১৪ দুপুর ১২:০০
202012
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ১০০% ঠিক বলেছেন মামুন ভাই। যাঁরা ক্ষমতা নেন তাঁরা হয়ত জানেনই না যে, এ দায়িত্ব পালনের জন্য কী কঠিন জবাবদিহী করতে হবে।

আসলে সকলের অন্তর থেকে আল্লাহর ভয়-ভীতি উঠে গেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File