নেতা-নেত্রীদের জন্ম এবং মৃত্যুদিবস পালন নিয়ে বিতর্ক
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ১৯ আগস্ট, ২০১৪, ১০:১০:০০ সকাল
জন্মদিন এবং মৃত্যুদিবস পালনের নামে আমাদের দেশে যা হচ্ছে তা কখনোই ইসলাম সমর্থন করে না। আর একজন মুসলমান হিসেবে আমাদের অবশ্যই ইসলামের বিধি-বিধান পালনের ব্যাপারে কঠোর এবং সতর্ক হওয়া উচিত। যে সকল বিষয় চর্চাকে আমাদের সামাজিক অনুষঙ্গ হিসেবে বিবেচনা করা হয় তা যদি আল্লাহর দেয়া বিধানের পরিপন্থী হয় তাহলে সেটা পালনের নামই বিদআত। যারা বিদআত সৃষ্টিকারী তাদের কঠিন আযাব ভোগ করতে হবে।
জাতীয় নেতা-নেত্রীদের নামে কলংক লেপনের চেষ্টা অত্যন্ত জঘন্য রুচির পরিচায়ক। যে কোনো ইস্যুতে একজনের সাথে আরেকজনের মতদ্বৈততা থাকতেই পারে কিন্তু তার অর্থ এটা নয় যে, তার চরিত্র হরণের জন্য সচেষ্ট হতে হবে। কেন আমরা ধৈর্য আর সহনশীলতা দেখাতে ব্যর্থ হই প্রতিটি ক্ষেত্রে?
কে কার বিরুদ্ধে বলেন? কে কাকে হেনস্থা করার জন্য লিপ্ত থাকেন? কে কাকে হুমকী দেন, গুম করেন, খুন করেন? একটু ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধেই কী আমরা ষড়যন্ত্র করছি না? কিন্তু কেন? কী লাভ? দম ফুরোলেই সব শেষ। একবার চিন্তা করে দেখুন তো, সারা জীবন কী অর্জন করলেন আর কী নিয়ে ফিরে যাবেন? কী জবাব দেবেন সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে?
খাও দা্ও ফুর্তি করো আর সুযোগ বুঝে অন্যের ...... বাঁশ দাও, এভাবেই কী জীবন চলবে? রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে একটু চিন্তা করুন, আপনার অতীতের মূল্যায়ন আপনি নিজেই করুন। দেখুন, হিসাবের খাতায় কোন্ পাল্লা ভারী হয়।
বিষয়: বিবিধ
১৪০৮ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একসময় ছিল আম খাওয়ার ছুরি। দিনে দিনে এটা এটম বম্ব হচ্ছে (বানাচ্ছে)।
একটা সময় আসবে যখন অন্যান্য মাসের চেয়ে এই মাসে মারামারি (মৃত্যু) বেশি হবে।
(এটা শুধুই আমার ধারনা)।
আগে মুসলিম আথবা ইসলামী দেশ গড়ার চিন্তা করেন! তার পর উপদেশ খয়রাত বিতরণ কইরেন মশাই।
জাযাকাল্লাহ।
আসলে সকলের অন্তর থেকে আল্লাহর ভয়-ভীতি উঠে গেছে।
মন্তব্য করতে লগইন করুন