ঃ রমজান আলোচনা ঃ পর্দা (পর্ব -৪)
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ০৮ জুলাই, ২০১৪, ১২:৫৪:১৪ রাত
[পর্দা নিয়ে কথা বললেই এক শ্রেণীর নারী-পুরুষ হৈ হৈ করে ওঠেন আর বলেন আমাদেরকে মধ্যযুগে / অন্ধকারযুগে ফিরিয়ে নিয়ে যাবার জন্য ষড়যন্ত্র । এরা মৌলবাদী, এরা নারীদেরকে সম্মান দিতে জানে না। নারীকে শুধু ভোগের বস্তু বলে মনে করে। কিন্তু আসলেই কী তাই?
একমাত্র কুরআন ছাড়া আর অন্য সব ধর্মগ্রন্থই পরিবর্তিত হয়েছে, এটা এখন প্রমাণিত সত্য। চলুন তারপরও আমরা দেখি অন্যান্য ধর্মে পর্দা সম্পর্কে কী নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য যে, এ তথ্যগুলিও আমার ইভটিজিং - কারণ ও প্রতিকার নামক বই থেকে নেয়া। আশা করি আমাদের অনেকেরই ভুল ধারণা পাল্টে যাবে]
ইহুদী ধর্ম ঃ
১। ইহুদী আইনে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পর্দার বিধান রয়েছে।
পুরুষ ঃ ইহুদী আইনানুযায়ী একজন পুরুষের জন্য চার হাত পরিমান জায়গা মাথা খোলা অবস্থায় হাঁটা নিষেধ। আবার কারো কারো মতে, মাথা খোলা অবস্থায় এক ধাপও যাওয়া নিষেধ। এছাড়াও মাথা খোলা অবস্থায় খোদার নামে প্রার্থনা করা কিংবা তাওরাত পড়াও নিষেধ। [Masechta Sofrim 14:15 (ম্যাসেচ্টা সফ্রিম ১৪:১৫ )]
নারী ঃ যে নারীর বিয়ে হয়েছে (হোক সে বিধবা কিংবা তালাকপ্রাপ্তা) তাকে মাথা ঢাকতে হবে। তবে যে নারী কখনোই বিয়ে করেনি তার প্রয়োজন নেই। [BaMidbar 5:18 (বামিদবার ৫:১৮ )]
২। তোমার মাথা ঢাকো তাহলে তুমি খোদার প্রতি ভয়ের অভিজ্ঞতা লাভ করতে পারবে। [Shabbat 156b (শাব্বাত ১৫৬বি )]
৩। মাথা হলো মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের রাজা। [Shabbat 61a (শাব্বাত ৬১এ)]
৪। একজন পুরুষ যখন পর্দা করে তখন সে মারাত্মক ধরণের পাপ থেকে বিশেষ নিরাপত্তা লাভ করে। [Menachot 43b (মেনাচোট ৪৩বি )]
৫। যে ব্যক্তি তাওরাতের বিধানগুলি মেনে চলল সে এর দ্বারা সবচেয়ে বেশি নিরাপত্তাবেষ্টিত থাকল। [Shabbat 32b (শাব্বাত ৩২বি ), Sotah 21a (সোতাহ্ ২১এ)]
৬। খোদা বলল, হে মানুষ! তোমার কাছে আমি যা চাই তা হলো, নিরপেক্ষ বিচার করবে, সৃষ্টিকে ভালোবাসবে, দয়াশীল হবে এবং দৃষ্টি নত করে, শালীনতা ও বিচক্ষণতার সাথে হাঁটবে। [Micha 6:8 (মিকা ৬:৮ )]
৭। একজন স্ত্রীলোকের নম্রতা, শালীনতা ও সতীত্বের ব্যাপারে সহজাত যে জ্ঞান তার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত। স্ত্রীলোকদেরকে শালীন পোশাক পড়তে এবং মাথা ঢেকে পর্দা করতে বিশেষভাবে উপদেশ দেয়া যাচ্ছে যেন তারা পুরুষের অনুভূতিতে আগুন না ধরায়। [Bava Kamma 82b (বাভা কম্ম ৮২বি )]
৮। ওল্ড টেস্টামেন্টে নারীদের চার্চে যাবার কালে কিংবা প্রার্থনা করার সময় পর্দা করার ব্যাপারে কোন রকম নির্দেশনা পাওয়া যায় না। তবে জেনেসিসে যেখানে পর্দা সংক্রান্ত আলোচনা হয়েছে, তা কেবল একজন নারীকে নিশ্চিতভাবেই একজন পর পুরুষের সামনে পর্দা করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। (জেনেসিস - ২৪ ঃ ৬৫, ৩৮ ঃ ১৪, ১৯)
হিন্দু ধর্ম ঃ
১। মহিলারা পুরুষদের মতো পোশাক পরিধান করবে না এবং পুরুষরাও তাদের স্ত্রীদের পোশাক পরিধান করবে না। (ঋগ্বেদ - গ্রন্থ নং ১০ - অনুচ্ছেদ ৮৫ - পরিচ্ছেদ ৩০)
২। ব্রক্ষ্মা মহান ঈশ্বর তোমাদের নারী বানিয়েছেন, তোমাদের দৃষ্টি সংযত রাখ এবং পর্দার আড়ালে থাক। (ঋগ্বেদ - গ্রন্থ নং ৮ - অনুচ্ছেদ ৩৩ - পরিচ্ছেদ ১৯)
৩। যখন পরশুরাম এলেন, তখন রাম তার স্ত্রী সীতাকে বলল, তিনি আমাদের বড় সুতরাং, তোমার দৃষ্টি অবনত করো এবং পর্দা করো। (মহাবীর চরিত্র, পর্ব - ২, পৃষ্ঠা - ৭১)
(চলবে)
বিষয়: বিবিধ
১৪৪২ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনার জন্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর লেখাটির জন্য শুকরিয়া !
মন্তব্য করতে লগইন করুন