হেফাজতে ইসলামের ১৩ দফা বিশ্লেষণ ও প্রাসঙ্গিক ভাবনা ঃ পর্ব - ২০
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২৭ মে, ২০১৪, ১০:২০:০৮ সকাল
গণজাগরণ মঞ্চের লাকি আক্তার বলেন, আজ নারীরা হিমালয় পর্বত জয় করছেন। আর হেফাজত চায়. নারীকে গৃহবন্দী করতে। দেশের উন্নয়ন নারীর হাত দিয়ে এসেছে। দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নারী। সুতরাং, ১৩ দফা দাবি বাতিল করতে হবে। লাকি বলেন, হেফাজতে ইসলাম আজ জামাতে ইসলামে পরিণত হয়েছে। তাদের বিরুদ্ধে সকল নারীকে ঐক্যবদ্ধ হতে হবে। (দৈনিক ভোরের কাগজ, ৮ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)
হেফাজত দেশকে কি আফগানিস্তান বানাতে চায় প্রশ্ন রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুমা হালদার বলেন, কোনো সুস্থ নাগরিক এদের দাবিকে সমর্থন জানাতে পারে না। অথচ সরকার এসব দাবি শুনেও একদম চুপ। বাংলার জনগণ কখনই এসব দাবি মানবে না। (দৈনিক ভোরের কাগজ, ৮ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)
নারীনেত্রী মাহফুজা খানম বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফার প্রতিটি দাবি সংবিধান বিরোধী। (দৈনিক প্রথম আলো, ৮ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, হেফাজতে ইসলাম জাতীয় নারী নীতির বিরোধীতা করছে। কিন্তু এই নীতিতে কী আছে, তার এক লাইনও হয়তো তারা পড়ে দেখেনি। (দৈনিক প্রথম আলো, ৮ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে ব্লাসফেমি (ধর্ম অবমাননা) ধরণের কোনো আইন করার দরকার নেই। কারণ প্রতিটি ধর্মের মানুষের ধর্মীয় অধিকার রক্ষা ও ধর্মীয় অনুভূতি সমুন্নত রাখার মতো আইন দেশে রয়েছে। তিনি বলেন, তবে ইসলামপন্থীদের সব কটি দাবী খতিয়ে দেখা হবে। কোনো দাবী জনগণের কল্যাণ বয়ে আনবে বলে মনে হলে তা পূরণ করা হবে। আর যেগুলো দেশ ও জনগণের জন্য উপযুক্ত বলে মনে হবে না, সেগুলো পূরণ করা হবে না। (দৈনিক প্রথম আলো, ৯ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, তাদের ১৩ দফা দাবী মুক্তিযুদ্ধের পরিপন্থী। বাংলাদেশের মানুষ এই দাবী মেনে নেবে না। বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানাতে তাদের (হেফাজতে ইসলাম) স্বপ্ন বাংলাদেশের মানুষ, তরুণ সমাজ বাস্তবায়ন করতে দেবে না। (দৈনিক প্রথম আলো, ৯ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)
গণ জাগরণমঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবী বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সংবিধান পরিপন্থী। (দৈনিক কালের কন্ঠ, ৯ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)
ধর্মের নামে নারীকে গৃহবন্দী করার অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানিয়েছে নাগরিক সংহতি। তাদের সমাবেশে বক্তারা বলেন, হেফাজতের ১৩ দফায় বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করার দিক নির্দেশনা রয়েছে। তাই প্রত্যেকে যে যার অবস্থান থেকে ‘হেফাজতে অন্ধকার’ এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। (দৈনিক ইত্তেফাক, ৯ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)
(চলবে)
বিষয়: বিবিধ
১১০৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর হেফাজত চায়. নারীকে গৃহবন্দী করতে ।
এমন ধরনের চিন্তা ইসলাম বিরোধী কারন ইসলাম কখনও লাকীদের মত মক্ত বিহঙ্গের ন্যায় চলতে দেয়ার অনুমতি দেয় না । যা করবে সবই পর্দার মাঝেই থেকেই করবে । হেফাজত ঠিকই বলেছেন।
মন্তব্য করতে লগইন করুন