বদনজরী ঃ পর্ব - ২৫

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২৭ মার্চ, ২০১৪, ০২:২২:১৮ দুপুর

৩১। হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সঃ) বলেছেন, পুরুষ এমন সুগন্ধি ব্যবহার করবে যার সুগন্ধ প্রকাশ পায় কিন' রং গোপন থাকে এবং নারী এমন সুগন্ধি ব্যবহার করবে যার রং প্রকাশ পায় কিন' সুগন্ধি গোপন থাকে। (নাসাঈ, মেশকাত, তিরমিযী)

৩২। হযরত ইমরান ইবনে হোসাইন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সঃ) আমাকে বলেছেন, পুরুষের জন্য উত্তম খুশবু হচ্ছে যার গন্ধ আছে কিন' রং নেই এবং নারীর জন্য উত্তম খুশবু হচ্ছে যার রং আছে কিন' গন্ধ নেই। আর তিনি লাল রেশমের নির্মিত আসনে আসীন হতে নিষেধ করেছেন। (বুখারী, মুসলিম, মেশকাত, তিরমিযী)

৩৩। হযরত আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সঃ) এমন সব নারীর উপর অভিশাপ করেছেন, যারা অঙ্গে উলকি উৎকীর্ণ করে ও করায় এবং সৌন্দর্যের জন্য ভ্রূর চুল উপড়িয়ে মহান আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে। (বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, আহমদ, তিরমিযী)

৩৪। হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আসমা বিনতে আবু বকর (রাঃ) রাসুলুল্লাহ (সঃ) এর কাছে পাতলা কাপড় পরে আসলে তিনি তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন এবং বলেন ঃ হে আসমা! যখন মেয়েরা বালেগা হয়, তখন তাদের এমন পাতলা কাপড় পরিধান করা উচিত নয়, যাতে তাদের শরীর দেকা যায়। তবে তিনি ইঙ্গিত করে মুখমন্ডল ও দু‘হাতের কব্জি পর্যন- খোলা রাখার নির্দেশ দেন। (আবু দাউদ)

৩৫। হযরত মুহম্মদ ইবনে আব্দুল্লাহ (রঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সঃ) বলেছেন ঃ তোমাদের কেউ যখন তার গোলামের বিয়ে দাসীর সাথে দেবে, তখন ঐ দাসীর সতরের দিকে দৃষ্টিপাত করবে না। (আবু দাউদ, মেশকাত)

(চলবে)

বিষয়: বিবিধ

১০১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198724
২৭ মার্চ ২০১৪ দুপুর ০২:৩২
মোস্তাফিজুর রহমান লিখেছেন : ধন্যবাদ
২৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৪
148601
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাই।
199707
২৯ মার্চ ২০১৪ দুপুর ০২:৪০
আমি মুসাফির লিখেছেন : লিখতে থাকেন।
অনেক ধন্যবাদ
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:১১
149422
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : দোয়া করবেন যেন মানুষের হেদায়েতের উসিলা হতে পারি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File