বদনজরী ঃ পর্ব - ২২
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২৫ মার্চ, ২০১৪, ১০:১১:১৬ সকাল
১৪। হযরত ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেছেন, কোন নারী যেন অপর কোন নারীর সাথে অত্যধিক অন-রঙ্গতা স'াপন করতঃ পরে নিজ স্বামীর নিকট এমনভাবে তার রূপ বর্ণনা না করে, যেন তার স্বামী নিজের চোখেই তাকে অবলোকন করছে। (বুখারী, মুসলিম, মেশকাত)
১৫। হযরত আবু সাঈদ খুদ্রী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেছেন ঃ এক পুরুষ যেন অপর পুরুষের সতরের দিকে না তাকায়, এভাবে এক নারীও যেন অপর নারীর সতরের দিকে তাকাবে না। এক পুরুষ যেন অন্য পুরুষের সাথে এক চাদরের নীচে শয়ন না করে অনুরূপভাবে দু‘জন নারীও যেন এক কাপড়ের নীচে না ঘুমায়। (মুসলিম, তিরমিযী, মেশকাত)
১৬। হযরত জাবের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেছেন ঃ সাবধান! কোন পুরুষ যেন কোন বিবাহিতা নারীর সাথে একস'ানে রাত্রি যাপন না করে - স্বামী বা কোন মাহ্রাম ব্যক্তি ছাড়া। (মুসলিম, মেশকাত)
১৭। হযরত ওকবাহ ইবনে আমের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেছেন ঃ তোমরা নারীর নিকটে যাবে না। এক ব্যক্তি বলল, ইয়া রাসুলুল্লাহ! দেবর সম্পর্কে আপনার কী অভিমত? (সে কি ভাইয়ের স্ত্রীর নিকট যেতে পারে?) রাসুলুল্লাহ (সঃ) বললেন, সে তো মৃত্যুতূল্য। (বুখারী, মুসলিম, মেশকাত)
১৮। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসুলুল্লাহ (সঃ) কে জিজ্ঞেস করেছিলাম যদি হঠাৎ কোন মহিলার উপর দৃষ্টি পরে তাহলে কী করতে হবে? তিনি আমাকে (সাথে সাথে) চক্ষু ফিরায়ে নিতে নির্দেশ দিলেন। (মুসলিম, মেশকাত, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী)
১৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মহানবী (সঃ) পুরুষদের অনুসরণকারী নারীদের এবং নারীদের অনুসরণকারী পুরুষদের উপর অভিসম্পাত করেছেন। (আবু দাউদ)
২০। নবী করীম (সঃ) বলেন, যে ব্যক্তি কোনো নারীর প্রতি যৌন লোলুপ দৃষ্টি নিক্ষেপ করে, কিয়ামতের দিনে তার চোখে উত্তপ্ত গলিত লোহা ঢেলে দেয়া হবে। (ফাতহুল কাদীর)
(চলবে)
বিষয়: বিবিধ
১১০৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চলুন আমরা এভাবেই একটা শক্তিশালী একটা প্লাটফর্ম তৈরি করি যারা শুধু মানুষকে ভালোর পথে দাওয়াত দিবে ইহকালীন কোনো লাভের আশা না করেই।
মন্তব্য করতে লগইন করুন