বদনজরী ঃ পর্ব - ২০

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২৩ মার্চ, ২০১৪, ০৪:০৭:২৬ বিকাল

রাসুল (সঃ) এর হাদীস থেকে ঃ

১। আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। নবী করিম (সঃ) বলেছেন, মহিলারা হলো পর্দায় থাকার বস'। সুতরাং, তারা যখন (পর্দা উপেক্ষা করে) বাইরে আসে তখন শয়তান তাদেরকে (অন্য পুরুষের দৃষ্টিতে) সুসজ্জিত করে দেখায়। (তিরমিযী, মেশকাত)

২। বুরাইদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (সঃ) হযরত আলী (রাঃ) কে উদ্দেশ্য করে বললেন, হে আলী কোন অপরিচিত মহিলার উপর হঠাৎ দৃষ্টি পড়ে গেলে তা ফিরিয়ে নেবে এবং দ্বিতীয়বার তার প্রতি আর দৃষ্টিপাত করবে না। কেননা, প্রথম দৃষ্টি তোমার আর দ্বিতীয় দৃষ্টি তোমার নয় (বরং তা শয়তানের)। (আবু দাউদ, আহমদ, তিরমিযী, দারেমী, মেশকাত)

৩। দৃষ্টি তো ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি। যে ব্যক্তি আমাকে ভয় করে এ দৃষ্টি ত্যাগ করবে, তার বিনিময়ে আমি তাকে এমন ঈমান দান করব, যার স্বাদ সে অন-রে অনুভব করতে পারবে। (তিরমিযী)

৪। রাসুল করীম (সঃ) ইরশাদ করেন, হে আসমা! কোন মহিলা বালিগ হলে তখন তার এই এই অর্থাৎ, মুখমন্ডল ও উভয় হাতের কব্জি পর্যন- ব্যতীত অন্য কোন অঙ্গ দেখা জায়েজ নাই। (মিশকাত শরীফ)

৫। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সঃ) নারীদের পোশাক পরিধানকারী পুরুষদের এবং পুরুষদের পোশাক পরিধানকারিনী নারীদের উপর অভিসম্পাত করেছেন। (আবু দাউদ, ইবনে মাজাহ, দারেমী, বুখারী, তিরমিযী)

৬। আবু মুলায়কা (রাঃ) থেবে বর্ণিত। তিনি বলেন, একবার জনৈক ব্যক্তি আয়েশা (রাঃ) কে পুরুষের জুতা পরিধানকারিনী এক নারী সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন ঃ রাসুলুল্লাহ (সঃ) পুরুষদের বেশ ধারণকারিনী নারীদের উপর অভিসম্পাত করেছেন। (আবু দাউদ, তিরমিযী)

৭। আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। একবার তিনি আনসার নারীদের প্রশংসা করে বলেন, যখন সুরা নূর এ পর্দার আয়াত অবতীর্ণ হয়, তখন তারা তাদের লুঙ্গি বা পর্দার কাপড় ছিঁড়ে চাদর তৈরি করেন। (আবু দাউদ, বুখারী)

(চলবে)

বিষয়: বিবিধ

৮৬২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196659
২৩ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৫
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার লিখছেন ভাই।
২৪ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৩
146998
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ ভাই।
196786
২৩ মার্চ ২০১৪ রাত ১০:১৬
মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম লিখেছেন : অনেক ভালো লাগল,হাদিস সহ পোসট গুলো বেশি উপোযোগি।
২৪ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৩
146999
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ। লক্ষ্য রাখুন পরবর্তী লেখাগুলোয়।
197112
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৯
আমি মুসাফির লিখেছেন : হাদীস অধ্যয়নের কাজটা অনেকট হলো চালিয়ে যান ভাল লাগছে ।
২৫ মার্চ ২০১৪ সকাল ১০:১৫
147356
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File